HighlightNewsদেশ

“মায়াবতী এবং ওয়েসিকে পদ্মবিভূষণ এবং ভারতরত্ন দেওয়া উচিত”, মন্তব্য শিবসেনা নেতা সঞ্জয় রাউতের

টিডিএন বাংলা ডেস্ক: উত্তরপ্রদেশে বিজেপির রেকর্ড জয়লাভের পর শিবসেনা নেতা এবং সাংসদ সঞ্জয় রাউত বহুজন সমাজবাদী পার্টির নেত্রী মায়াবতী এবং সর্বভারতীয় অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন প্রধান আসাদউদ্দিন ওয়েসিকে কটাক্ষ করে বলেছেন বিজেপির জয়ে তাঁদের অবদানের জন্য পদ্মবিভূষণ, ভারতরত্ন দেওয়া উচিত।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় রাউত বলেন,”বিজেপি একটি দুর্দান্ত বিজয় লাভ করেছে। উত্তর প্রদেশ তাঁদের রাজ্য ছিল তা সত্ত্বেও অখিলেশ যাদবের আসন তিন গুণ বেড়েছে, ৪২ থেকে বেড়ে ১২৫ -এর ওপরে হয়েছে আসন সংখ্যা। মায়াবতী এবং ওয়েসি বিজেপির জয়ে অবদান রেখেছেন তাই তাঁদের অবশ্যই পদ্মবিভূষণ ভারতরত্ন দেওয়া উচিত।”

ওয়েসির দলকে আগে থেকেই বিরোধীরা বিজেপির ‘বি’ টিম বলে অভিহিত করত। এবার সেই তালিকায় সঞ্জয় রাউত জুড়ে দিলেন বহু জন সমাজবাদী পার্টিকেও। তবে উভয় তরফ থেকেই এ ধরনের অভিযোগ বারংবার অস্বীকার করা হয়েছে। গতকাল পরাজয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বহু জন সমাজবাদী পার্টি নেত্রী মায়াবতী সংবাদমাধ্যমকে মিথ্যা প্রচারের জন্য নিন্দা করে বলেছিলেন, বিএসপি বিজেপির ‘বি’ টিম নয় এবং শুধুমাত্র তাঁর দলই বিজেপিকে পরাজিত করতে পারে।

অন্যদিকে, গতকাল আসাদউদ্দিন ওয়েসি জনগণের সিদ্ধান্তকে সম্মান করার বার্তা দিয়ে পাল্টা অভিযোগ তোলেন, ‘উত্তরপ্রদেশের সংখ্যালঘুদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়েছিল।’

Related Articles

Back to top button
error: