HighlightNewsদেশ

শাহীনবাগে প্রতিরোধের চাপে ফিরে গেল এমসিডির বুলডোজার, স্থগিত দখল বিরোধী অভিযান

টিডিএন বাংলা ডেস্ক: দু’বছর আগে দিল্লিতে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদের সময় দেশজুড়ে চর্চিত হয়েছিল শাহীনবাগের নাম। সোমবার সেই শাহীনবাগেই প্রতিরোধের মুখে পড়ে ফিরে যেতে হলো দিল্লি মিউনিসিপাল কর্পোরেশনের বুলডোজারকে। পূর্ব-নির্ধারিত সূচি অনুযায়ী, সোমবার দিল্লির শাহীনবাগে পুরসভার দখল বিরোধী অভিযান শুরু হওয়ার কথা ছিল। সেই অনুযায়ী এমসিডির বুলডোজার সকালবেলা শাহীনবাগে পৌঁছতেই শুরু হয় চরম প্রতিবাদ। মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে শাহীনবাগের রাস্তা। বুলডোজার ঘিরে প্রতিবাদ জানাতে থাকেন ওই অঞ্চলের বাসিন্দারা। প্রতিবাদ জানাতে অনেকে বুলডোজারের সামনেও শুয়ে পড়েন বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, বুলডোজার আটকাতে কয়েকজন মহিলা বুলডোজারের ওপরেও উঠে পড়েন। একইসঙ্গে বুলডোজারের পথ আটকে বিভিন্ন জায়গায় ধর্নায় বসেন শাহীনবাগের বাসিন্দারা। উত্তেজনা বাড়তে দেখে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সরিয়ে দেওয়া হয় ধর্নায় বসা প্রতিরোধকারীদের। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।

শাহীনবাগে স্থানীয় বাসিন্দাদের এই বিপুল পরিমান প্রতিরোধ ও বিক্ষোভের মাঝে শেষমেষ দুপুর সাড়ে বারোটা নাগাদ শাহীনবাগ থেকে ফিরে আসে দিল্লি মিউনিসিপাল কর্পোরেশনের বুলডোজার। কর্পোরেশনের এক আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আপাতত ঘেরাও অপসারণ প্রক্রিয়া বন্ধ রয়েছে। এদিকে, আজই শাহীনবাগে দখল বিরোধী অভিযানের বিরুদ্ধে দায়ের করা আবেদনের শুনানি হতে পারে সুপ্রিম কোর্টে।

Related Articles

Back to top button
error: