HighlightNewsদেশ

যান্ত্রিক ত্রুটি: পাকিস্তানের করাচিতে জরুরী অবতরণ হায়দ্রাবাদগামী ইন্ডিগো বিমানের

টিডিএন বাংলা ডেস্ক : মাঝআকাশে হায়দ্রাবাদগামী একটি ইন্ডিগো বিমানের যান্ত্রিক ত্রুটি দেখা যায়। যাত্রী বোঝাই বিমানটি শারজাহ বিমানবন্দর থেকে হায়দ্রাবাদে আসছিল। যান্ত্রিক গোলযোগের জেরে বিমানটির জরুরি অবতরণের প্রয়োজন হয়ে পড়ে। আর এর জেরেই পাইলট বিমানটিকে পাকিস্তানের করাচি বিমানবন্দরে অবতরণের সিদ্ধান্ত নেন। ইন্ডিগোর করাচিতে অবতরণকারী বিমানটি হল এয়ারবাস এ৩২০। তাতে মোট ১২৫ জন যাত্রী ছিলেন।

ইন্ডিগোর কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, যান্ত্রিক গোলযোগের বিষয়টি নজরে আসার পরপরই পাইলট শারজাহ থেকে হায়দরাবাদগামী বিমানটিকে করাচিতে অবতরণের সিদ্ধান্ত নেন। বিমানের যাত্রীদের হায়দরাবাদে নিয়ে আসার জন্য অন্য একটি বিমানকে পাকিস্তানের করাচিতে পাঠানো হয়েছে।

এক মাসের ভেতরে এই নিয়ে দুইবার ভারতের দুইটি বিমান জরুরী ভিত্তিতে করাচি বিমানবন্দরে অবতরণ করল। গত ৫ জুলাই দিল্লি-দুবাইগামী স্পাইসজেটের একটি বিমান করাচি বিমানবন্দরে অবতরণ করেছিল। সেবারও যান্ত্রিক ত্রুটির কারণে পাইলট বিমানের জরুরি অবতরণ করিয়েছিলেন।

Related Articles

Back to top button
error: