HighlightNewsদেশ

নিরাপত্তার কারণে সম্প্রচার নিষিদ্ধ মিডিয়া ওয়ানের, শীর্ষ আদালতে মালায়ালাম নিউজ চ্যানেলের আবেদনের শুনানি আগামী বৃহস্পতিবার

টিডিএন বাংলা ডেস্ক: নিরাপত্তার কারণে মালায়ালাম নিউজ চ্যানেল মিডিয়া ওয়ানের সম্প্রচার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। সেই সিদ্ধান্তকেই বহাল রাখে কেরালা হাইকোর্ট। এবার কেরালা হাইকোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে মালায়ালাম নিউজ চ্যানেল মিডিয়া ওয়ান। আগামী ১০ মার্চ মিডিয়া ওয়ানের করা ওই আবেদন গ্রহণ করতে সম্মত হয়েছে শীর্ষ আদালত। ভারতের প্রধান বিচারপতি এনভি রামানার নেতৃত্বাধীন একটি বেঞ্চের কাছে মিডিয়া ওয়ানের মালিক মধ্যমাম ব্রডকাস্টিং লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত হয়ে বরিষ্ঠ আইনজীবী দুষ্যন্ত দাভে জরুরী শুনানির আবেদনের আর্জি জানান। সেই আর্জি সোমবার মঞ্জুর হয়।

শীর্ষ আদালতের কাছে জমা দেওয়া ওই আর্জি পত্রে বরিষ্ঠ আইনজীবী দুষ্যন্ত দাভে উল্লেখ করেন,”১১ বছর ধরে আমরা কাজ করেছি। আমাদের ৩৫০ জন কর্মচারী এবং লক্ষ্য লক্ষ্য দর্শক রয়েছে। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের উদ্বৃতি দিয়ে কিছু গোপন ফাইলের কারণে আজ আমাদের নিষিদ্ধ করা হয়েছে। সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ উভয়ই ন্যায্যতা দিয়েছেন… এটি তথ্যের অধিকার এবং সংবাদপত্রের স্বাধীনতা সম্পর্কিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।”

প্রসঙ্গত, ২ মার্চ কেরালা হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ জাতীয় নিরাপত্তার ভিত্তিতে মালায়ালাম চ্যানেল মিডিয়া ওয়ানের সম্প্রচার লাইসেন্স প্রত্যাহার করার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ব্রডকাস্টিং লিমিটেডের আবেদন খারিজ করে সিঙ্গল বেঞ্চের ৪ ফেব্রুয়ারির রায় বহাল রাখে।

 

Related Articles

Back to top button
error: