টিডিএন বাংলা ডেস্ক: পাঁচ রাজ্যে কংগ্রেসের হতাশাজনক ফলাফলের পর গুলাম নবী আজাদের বাড়িতে আজ ফের বৈঠকে বসেছেন কংগ্রেসের জি – ২৩ সদস্যরা। এদিনের বৈঠকে উপস্থিত আছেন কপিল সিবল, আনন্দ শর্মা, মানুষ তিওয়ারি, ভূপিন্দর হুডা, অখিলেশ প্রাসাদ সিং, পৃথ্বীরাজ চৌহান, পি জে কুরেইন এবং শংকর আইয়ার। এর আগে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া, মনিপুর এবং পাঞ্জাবের ফলাফল প্রকাশের দিন বৈঠকে বসেছিলেন কংগ্রেসের জি ২৩- র কয়েকজন সদস্য।