HighlightNewsদেশ

৩৭০ ধারা পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচনে লড়বেন না, জানালেন মেহবুবা মুফতি

টিডিএন বাংলা ডেস্ক: জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং পিডিপি প্রধান মেহবুবা মুফতি রবিবার বেঙ্গালুরুতে ঘোষণা করেছেন যে, জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত তিনি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না, তবে তাঁর দল নির্বাচনে প্রার্থী দেবে।

বেঙ্গালুরুতে একটি সাংবাদিক সম্মেলনে কর্ণাটক সরকারের শপথ গ্রহণে বেশ কয়েকটি দলকে আমন্ত্রণ না করার বিষয়টি নিয়ে মেহবুবা মুফতি বলেন, কংগ্রেসকে আরও ত্যাগ স্বীকার করতে হবে, অন্যথায় মানুষের কাছে অন্য বিকল্প রয়েছে। শুধু তাই নয়, বিজেপিকে অভিযুক্ত করে তিনি বলেন, বিজেপি দেশে কোনো বিরোধী দল চায় না। যেভাবে দিল্লির সরকার ক্ষমতাহীন হয়ে পড়েছে। সেটা সবার ক্ষেত্রেই ঘটতে চলেছে।

Related Articles

Back to top button
error: