মুসলিম শিল্পীকে দিয়ে মেহেন্দি আঁকানো যাবেনা, মুজফফরনগরে হুমকি ক্রান্তি সেনার

টিডিএন বাংলা ডেস্ক : মুসলিম শিল্পীকে দিয়ে মেহেন্দি আঁকানো যাবেনা। হরিয়ালি তেজ নামে একটি আঞ্চলিক উৎসবের দিনে ক্রান্তি সেনা নামে একটি উগ্র হিন্দুত্ববাদী দল রাস্তায় নেমে এমনই হুমকি দেয়।সেই সঙ্গে তাদের হুমকি মুসলিমদের যেন দোকানের কাজে না নেওয়া হয়।মুজফফরনগরের সেই ভিডিয়ো ভাইরাল হয়। এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হলেও পুলিশ তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেয়নি।

এই প্রসঙ্গে করনি সেনার সাধারণ সম্পাদক মনোজ সাইনি জানান, তারা মনে করেন, মুসলিম শিল্পীরা মেহেন্দি এঁকে হিন্দু মেয়েদের লাভ জিহাদের ফাঁদে ফেলে। একই সঙ্গে মুজফফরনগর বাজারের ব্যবসায়ীদের মুসলিম কর্মী না রাখার কথাও বলেন।

গত বুধবার রাতে এক মেহেন্দি স্টল মালিক প্রকাশ চন্দ্রর ওপর হামলা চালায় করনি সেনার দল। কারণ প্রকাশ চন্দ্র তাঁর স্টলে মেহেন্দি করার কাজে মুসলিম শিল্পীদের নিযুক্ত করেছিলেন।

এই ঘটনার পরেই স্থানীয় থানায় অভিযোগ জানান প্রকাশ চন্দ্র। নিজের অভিযোগে প্রকাশ চন্দ্র জানান, আমি এমডিএ কলোনিতে মেহেন্দির দোকান করেছি। সেখানে গতকাল রাতে বেশ কয়েকজন যুবক আসে এবং আমার দোকানের সব জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেয়। তারা আমাকে জানায় এখানে কোনো মেহেন্দি স্টল চালানো যাবেনা। তাঁদের অনুমতি ছাড়া দোকান খুললে তারা আমাকে মেরে ফেলারও হুমকি দেয়। মৌখিকভাবে এবং শারীরিকভাবে তাঁরা আমায় নিগ্রহ করে।

প্রকাশ চন্দ্রের এই অভিযোগের ভিত্তিতে নিউ মান্ডি পুলিশ থানার পক্ষ থেকে করনি সেনার সম্পাদক মনোজ সাইনি সহ ১০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়ে। এছাড়াও অজ্ঞাতপরিচয় ২০-২৫ জনের বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করা হয়নি।

এই ঘটনা প্রসঙ্গে এস পি অর্পিত বিজয়বর্গীয় জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে এবং তদন্ত রিপোর্টের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।