HighlightNewsরাজ্য

সাম্প্রদায়িক বিদ্বেষ রুখতে ঈদ মিলনী অনুষ্ঠান থেকে সম্প্রীতির বার্তা গোপালপুরে

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: সারা রাজ্য তথা দেশ জুড়ে যখন সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো হচ্ছে। সাম্প্রদায়িক সংঘাতের ঘটনা ঘটেই চলেছে, তখন সাম্প্রদায়িক বিদ্বেষ রুখতে নিউটাউনের গোপালপুরে ঈদ মিলনী অনুষ্ঠান থেকে সম্প্রীতির বার্তা দিল জামাআতে ইসলামি হিন্দ ও সলুয়া গোপালপুর স্পোর্টি ক্লাব। মুসলিমদের পবিত্র উৎসব ঈদ উল ফিতরের পর সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে হিন্দু-মুসলিম-বৌদ্ধ সকল ধর্মের ধর্মীয় নেতা ও সাধারণ মানুষদের উপস্থিতিতে অনুষ্টিত হল ঈদ মিলনী অনুষ্ঠান। এদিনের অনুষ্টান থেকে দেশে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান মঞ্চে উপস্থিত সকল বক্তারাই। “নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখ মিলনো মহান” এই থিমকে সামনে রেখে বক্তব্য রাখেন সব বক্তারাই।

এই ঈদ মিলনী অনুষ্ঠানের উদ্যোক্তারা জানান, মূলত বিভিন্ন ধর্মের মানুষ বাস করেন এই নিউটাউন এলাকায়। একে অপরের ধর্মকে না জানলে তাহলে উভয়ের মধ্যে স্বাভাবিক ভাবেই দূরত্ব তৈরি হবে। আর এই একে অপরের ধর্মকে না জানার ফলেই সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো সম্ভব হয় সমাজ বিরোধীদের পক্ষে। তাই একে অপরকে জানতেই এই ঈদ মিলনী অনুষ্ঠান। এদিনের অনুষ্টানে উপস্থিত হয়ে স্থানীয় বিধায়ক তাপশ চ্যাটার্জি টিডিএন বাংলাকে বলেন, “প্রতি বছরই গোপালপুরে এই ধরনের সম্প্রীতি মূলক অনুষ্ঠান হয়। সমস্ত জায়গাতেই এই ধরনের সম্প্রীতির বার্তা নিয়ে অনুষ্ঠান হওয়া প্রয়োজন। কিছু মানুষ সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াচ্ছে। তবে এটা বাংলার সংস্কৃতি নয়। এখানে নানা ভাষা ধর্মের মানুষ এক সাথে মিলে মিশে বাস করি। আমি সাধারণ মানুষদের উদ্দেশ্যে বলবো সাম্প্রদায়িকতার ফাঁদে পা দেবেন না। সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন সর্বোত্র।”

Related Articles

Back to top button
error: