Highlightরাজ্য

মেসি বার্সা ছাড়তে চাননি, বাধ্য করা হয়েছে, তৃণমূলে যোগ দেওয়ার পর এমনই মন্তব্য বাবুলের

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা : ‘লিওনেল মেসি কখনও বার্সেলোনা ছাড়তে চাননি। কিন্তু তাঁকে বাধ্য করা হয়েছে।’ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর এমনই মন্তব্য করলেন বাবুল সুপ্রিয়। তিনি বিজেপিতে যোগ দিয়ে এমপি-প্রতিমন্ত্রী হয়েছিলেন, মন্ত্রিত্ব হারিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণাই দিয়েছিলেন; কিন্তু চমক দেখিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। আর যোগ দিয়েই বোমা ফাটালেন তিনি।

তৃণমূলে যোগ দিলেন আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। অভিষেক ব্যানার্জির হাত ধরে তৃণমূলে যোগ দেন তিনি। ক্যামাকস্টিটে অভিষেক ব্যানার্জির অফিসে তিনি তৃণমূলে যোগ দেন। তৃণমূলের অফিসিয়াল টুইটারে এইকথা জানানো হয়। রাজনীতি ছাড়ার কথা মন থেকেই বলেছিলাম। শেষ ৪ দিনে যা সিদ্ধান্ত নেওয়ার নিয়েছি। বাংলার মানুষের জন্য কাজ করতে চাই। আর সেই কারণের রাজনীতিতে আসা। কোনও প্রতিহিংসার কারণ নেই।

দল যা দায়িত্ব দেবে, তাই পালন করব। সাংবাদিক সম্মেলন করে জানালেন বাবুল সুপ্রিয়। শনিবার ক্যামাকস্ট্রিটে অভিষেক ব্যানার্জির অফিসে তৃণমূলে যোগ দেন আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। অভিষেক ব্যানার্জি দলের উত্তরীয় পড়িয়ে তাঁকে তৃণমূলে স্বাগত জানান। এরপরেই সাংবাদিকদের সামনে আসেন বাবুল সুপ্রিয়। তিনি বলে, আসানসোলের সাংসদ পদ ছাড়া নিয়ে আলোচনা চলছে।

বরাবরই তৃণমূলের কট্টর সমালোচক ছিলেন বাবুল। রাজনীতি ছাড়ার ঘোষণা পর তিনি যে তৃণমূলে যোগ দিতে পারেন, তা ভাবতেও পারেনি কেউ। আর সেই বাবুলই শনিবার তৃণমূলে যোগ দেন। তিনি জানান, রাজনীতি ছেড়ে দেওয়ার বিষয়টি ঘোষণার পরই বহু মানুষের বার্তা পেয়েছেন। তাঁরা বাবুলকে সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানান। তারপরই সিদ্ধান্ত পাল্টেছেন বলে দাবি করেছেন প্রাক্তন কেন্দ্রীয় এই মন্ত্রী।

বাবুলের দাবি, রাজনীতি ছাড়ার কোনো সিদ্ধান্ত নাটক ছিল না। শেষ তিনদিনে সিদ্ধান্ত নিয়েছেন। সামনে যে সুযোগ এসেছে, সেটাই তিনি দু’হাত ভরে গ্রহণ করেছেন। বাবুল বলেন, ‘রাজনীতি ছাড়ার কথা মন থেকেই বলেছিলাম। আমি অত্যন্ত গর্বিত। মমতাদিদি ও অভিষেক যে দায়িত্ব আমায় দিচ্ছেন, তাতে আমি অত্যন্ত উত্তেজিত। বাংলার মানুষের উন্নতির জন্য কাজ করব। আমি জানি, আমার বিরুদ্ধে অনেক কিছু ট্রেন্ডিং হবে। আমার মনে যেটা ট্রেন্ড করছে, সেটা হলো যে আমার সামনে সুযোগ এসেছে, তার জন্যই কাজ করব মন দিয়ে।’

Related Articles

Back to top button
error: