রাজ্য

আজ থেকে বন্ধ মেট্রোর টোকেন

টিডিএন বাংলা ডেস্ক : আজ থেকে কলকাতা মেট্রোয় ৫০% যাত্রী নিয়ে চলবে। নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। এরপরই মেট্রো কাজের দিনে তার পরিষেবার সময় আধঘন্টা কমানো ও ট্রেনের সংখ্যা ২৭৬ থেকে কমিয়ে ২৭০ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ থেকেই টোকেন পদ্ধতি স্থগিত রাখছে কলকাতা মেট্রো রেল।

মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দমদম ও কবি সুভাষ স্টেশন থেকে শেষ মেট্রো রাত সাড়ে ৯টার বদলে ছাড়বে রাত ৯টায়। দক্ষিনেশ্বর থেকে শেষ ট্রেনটি কবি সুভাষ স্টেশনের উদ্দেশ্যে ছাড়বে রাত ৮টা ৪৮ মিনিটে। এর পাশাপাশি টোকেন বন্ধ করে ফের স্মার্টকার্ড নিয়ে যাত্রীদের যাতায়াত করতে হবে।

মেট্রোর জনসংযোগ আধিকারিক রূপায়ন মিত্র জানিয়েছেন, আগের থেকে যাত্রী সংখ্যা অনেক কমেছে। তারপরেও ৫০% যাত্রীর নির্দেশিকা কার্যকর করার জন্য মেট্রোর কামরায় একটি অন্তর সিট মার্কিং করা হয়েছে। পাশাপাশি যাত্রীদের মধ্যে নিয়মিত মাইকে করোনা সচেতনতায় প্রচার চালানো হচ্ছে।

Related Articles

Back to top button
error: