HighlightNewsরাজ্য

মজুরি বৃদ্ধি, শ্রমিক স্বীকৃতি সহ একাধিক দাবিতে অবস্থান বিক্ষোভ মিড-ডে মিলের রন্ধনকর্মীদের

টিডিএন বাংলা ডেস্ক: শ্রমিক হিসাবে স্বীকৃতি, ১২ মাস কাজে ১২ মাস মজুরি ও সামাজিক সুরক্ষার দাবি সহ একাধিক দাবি দাওয়া যানাতে এবং ১০ বছরেও মজুরি বৃদ্ধি না করা, তাদের সঙ্গে ঘটে চলা বঞ্চনার প্রতিবাদ জানাতে কলকাতায় দু’দিনের অবস্থান বিক্ষোভ শুরু করলো মিড-ডে মিলের রন্ধনকর্মীরা। ধর্মতলার ওয়াই চ্যানেলে দু’দিনের ওই অবস্থান ও গণ-বিক্ষোভে সামিল হয়েছে এআইসিসিটিইউ অনুমোদিত ‘পশ্চিমবঙ্গ সংগ্রামী রন্ধনকর্মী ইউনিয়ন’ এবং ‘নদিয়া জেলা সংগ্রামী মিড-ডে মিল ইউনিয়ন’। এছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠন এই অবস্থান বিক্ষোভকে সমর্থন জানিয়ে আন্দোলনকারীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

জানা গিয়েছে, বিক্ষোভকারীদের মূল দাবি গুলি হচ্ছে- মিড-ডে মিল কর্মীদের মজুরি বৃদ্ধি, শ্রমিক হিসাবে স্বীকৃতি, ১২ মাস কাজে ১২ মাস মজুরি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা প্রভৃতি। তারা অভিযোগ করেছেন, রাজ্যে গত ১০ বছর কোনও মজুরি বাড়ানো হয়নি। তারা এদিন অবস্থান বিক্ষোভ থেকে প্রায় ২০ হাজার গণ-স্বাক্ষর নিয়ে রাজ্যের শিক্ষা সচিবের কাছে দাবি জানানো হয়েছে। তবে রাজ্যের তহবিলে প্রয়োজনীয় অর্থ না থাকায় এখনই সেই সব দাবি মানা যাবে না বলে শিক্ষাসচিব ওই প্রতিনিধি দলকে জানিয়েও দিয়েছেন।

Related Articles

Back to top button
error: