টিডিএন বাংলা ডেস্ক : রাজস্থানের জয়সালমিরের কাছে আবারও বিধ্বস্ত হল একটি মিগ-২১ যুদ্ধবিমান। এই দুর্ঘটনায় নিহত হয়েছেন ভারতীয় বিমান বাহিনীর একজন পাইলট। নিহত পাইলটের নাম উইং কমান্ডার হারশিত সিনহা। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বাকি পাইলটের খোঁজে চলছে তল্লাশি অভিযান।
ভারতীয় বিমান বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে প্রশিক্ষণ চলাকালীন রাজস্থানের জয়সালমিরের ওয়েস্টার্ন সেক্টরে মিগ-২১ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে। বিমান বিধ্বস্ত হওয়ার প্রকৃত কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। নিহত পাইলট উইং কমান্ডার হারশিত সিনহার পরিবারকে সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে বিমান বাহিনী। জয়সলমিরের পুলিশ সুপার অজয় সিংহ সংবাদ সংস্থাকে জানিয়েছেন, জয়সলমিরের ‘ডেজার্ট ন্যাশনাল পার্ক’ এলাকার অন্তর্গত একটি জায়গায় ঘটনাটি ঘটেছে। যা সাম থানার অন্তর্গত। স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। পুলিশ সুপার নিজেও সেখানে যাচ্ছেন।
প্রসঙ্গত, ক’দিন আগেই তামিলনাড়ুতে হেলিকপ্টার ভেঙে পড়ে মৃত্যু হয় সস্ত্রীক সিডিএস জেনারেল বিপিন রাওয়ত-সহ ১৪ জনের। বিমান বাহিনীতে ১৯৬৩ সালে প্রথম সিঙ্গল ইঞ্জিনের মিগ যুদ্ধবিমান যুক্ত হয়েছিল। গত ৬ দশকে এখন পর্যন্ত প্রায় ৪০০ মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ২০০ পাইলট নিহত হয়েছেন বলে খবর।