ফের জঙ্গি হামলা কাশ্মীরে! নিহত বেকসুর ফুচকাওয়ালা-কাঠমিস্ত্রি

প্রতীকী ছবি

টিডিএন বাংলা ডেস্ক : ফের ভূস্বর্গে জঙ্গিহানা। মৃত্যু হল ২ সাধারণ নাগরিকের। একজন ফুচকা বিক্রেতা, অপরজন কাঠের কাজ করতেন। তার ফলে গত ১১ দিনে নয়া কেন্দ্রশাসিত অঞ্চলে জঙ্গি হামলায় কমপক্ষে সাত সাধারণ নাগরিকের মৃত্যু হল।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, নিহত ফুচকা বিক্রেতার নাম অরবিন্দ কুমার শাহ। তিনি বিহারের বাঁকার বাসিন্দা। কাজের জন্য শ্রীনগরে থাকতেন তিনি। শনিবার পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে তাঁকে খুন করা হয়। অন্যদিকে সাগির আহমেদ নামে এক কাঠমিস্ত্রিকেও গুলি করে খুন করা হয়েছে। উত্তরপ্রদেশের সাহারণপুরের এই বাসিন্দাকে পুলওয়ামায় মারে জঙ্গিরা। কাজের সূত্রে জম্মু কাশ্মীরে থাকতেন। পুলিশ জানিয়েছে, শ্রীনগর এবং পুলওয়ামায় যেখানে হামলা চলেছে, তা ঘিরে ফেলা হয়েছে। চিরুণি তল্লাশি শুরু হয়েছে এলাকায়।
উল্লেখ্য সম্প্রতি দুই স্কুল শিক্ষককে হত্যা করেছিল জঙ্গিরা। সেই ঘটনার আগে গত সপ্তাহে মঙ্গলবার সন্ধ্যায় এক ঘণ্টার ব্যবধানে জম্মু ও কাশ্মীরে পরপর হামলা চালিয়েছিল জঙ্গিরা। গুলিতে মৃত্যু হয় তিন সাধারণ নাগরিকের। মৃতদের মধ্যে ছিলেন কাশ্মীরি পণ্ডিত মাখনলাল বিন্দ্রু। তিনি শ্রীনগরে বিখ্যাত ওষুধ দোকান চালাতেন। এই ঘটনার তীব্র নিন্দা করে টুইট করেছেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।