দেশ

কাশ্মীরে ফের জঙ্গিহানা, কুলগামে নিহত ২ শ্রমিক

টিডিএন বাংলা ডেস্ক : ফের রক্তে ভাসল কাশ্মীর। রবিবারও গুলি করে হত্যা করা হল ২ ভিন রাজ্যের শ্রমিককে। এই নিয়ে চলতি মাসে কাশ্মীরে ১১ জন সাধারণ নাগরিককে হত্যা করল জঙ্গিরা। গোটা এলাকাটি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। জঙ্গিদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি।

কাশ্মীর পুলিশ ঘটনার একটি ট্যুইট করেছে। টুইটে জানানো হয়, রবিবার সন্ধ্যায় কুলগামের ওয়ানপোহ এলাকার ঘটনা। আচমকাই ভিনরাজ্যের শ্রমিকদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা। তাতেই দু’জনের মৃত্যু হয়। পাশাপাশি গুরুতর আহত হন আরও একজন। নিকটবর্তী হাসপাতালে তিনি চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে এলাকায় যায় বিশাল পুলিশ বাহিনী। ততক্ষণে অবশ্য চম্পট দেয় জঙ্গিরা।
শনিবারও একই বর্বরোচিত ঘটনার খবর পাওয়া যায়। জঙ্গিহানায় প্রাণ যায় ২ সাধারণ মানুষের। এদের মধ্যে একজন বিহারের, অপরজন উত্তরপ্রদেশের বাসিন্দা।বিগত বেশ কয়েকদিন ধরেই একের পর এক জঙ্গি হামলায় কার্যত উত্তপ্ত জম্মু ও কাশ্মীর। যারজেরে আতঙ্ক বাড়ছে উপত্যকায়।

Related Articles

Back to top button
error: