টিডিএন বাংলা ডেস্ক : শ্রীনগরের কাছে সোমবার ভর-সন্ধ্যায় পুলিশের গাড়ি লক্ষ্য করে জঙ্গি হামলা। পান্থা চক এলাকার জিওয়ানের কাছে পুলিশের গাড়িতে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায় জঙ্গিরা। হামলায় ১৪ জন পুলিশকর্মী জখম হয়েছেন। কাশ্মীর জোন পুলিশের টুইটার হ্যান্ডলে জানানো হয়, জখমদের মধ্যে ২ পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে। বর্তমানে আহত ১২ জন পুলিশ কর্মী। এঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেলে ২ জঙ্গি বন্দুক হাতে এলোপাথারি গুলি চালাতে থাকে। বাসটি তখন জেওয়ানের পুলিশ ক্যাম্প থেকে বের হচ্ছিল। সন্ত্রাসবাদীরা এলোপাথাড়ি গুলির পাল্টা জবাব দেয় সেনা। তাতেই নিকেশ হয় দুই জঙ্গি। পুলিশ ক্যাম্প থাকার জন্য পন্থ চকের ওই জেওয়ান এলাকায় সব সময় নিরাপত্তারক্ষী মোতায়েন থাকেন। তারমধ্যে কীভাবে জঙ্গিরা ঢুকল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
কড়া বেষ্টনিতে ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা। জারি রয়েছে তল্লাশি। ফিঁদায়ে কায়দায়ে এই হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে।