HighlightNewsদেশ

বাইকের খুদে সওয়ারির জন্য এবার নয়া বিধি

টিডিএন বাংলা ডেস্ক : বাইক বা স্কুটারে সবারই চার বছরের কম বয়সি শিশুদের সুরক্ষার জন্য নয়াবিধি আনল কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রক। এই নিয়মে কেন্দ্র চার বছরের কম বয়সি শিশুদের জন্য সুরক্ষার ব্যবস্থা করতে চলেছে।

কেন্দ্রীয় সড়ক পরিবহণ এবং হাইওয়ে মন্ত্রক জানিয়েছে, ১৫ ফেব্রুয়ারি এক নতুন নির্দেশিকা দিয়ে ১৯৮৯ সালের সেন্ট্রাল মোটর ভেহিকেল রুলের ১৩৮ নম্বর নিয়ম সংশোধন করা হয়েছে। সংশোধিত মোটরসাইকেল বা স্কুটারের চালকের সঙ্গে একা বা অন্য কারও সঙ্গে চেপে ভ্রমণরত শিশুদের সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। মোটর ভেহিকেল আইনের ১২৯ নম্বর ধারার অধীনে এই নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। সেফটি বেল্ট এবং ক্র্যাশ হেলমেট ব্যবহারের নিদানও দিয়েছে কেন্দ্র।

২০২২ সালে সেন্ট্রাল মোটর ভেহিকেল (দ্বিতীয় সংশোধনী) প্রকাশের এক বছর পর থেকে তা কার্যকর হবে। ৪ বছরের কম বয়সের শিশুদের সেফটি বেল্ট দিয়ে চালককে নিজেদের শরীরের সঙ্গে বেঁধে রাখতে হবে এবং অবশ্যই হেলমেট পড়াতে হবে। সেফটি বেল্ট-এর মাধ্যমে চালকের শরীরের সঙ্গে শিশুর শরীর এমনভাবে বাঁধা থাকবে, যাতে তার দুই পা সিটের দু’পাশে থাকে। জানিয়েছে কেন্দ্রীয় পরিবহণ ও হাইওয়ে মন্ত্রক।

Related Articles

Back to top button
error: