টিডিএন বাংলা ডেস্ক : সৌদি আরবের মক্কা নগরীতে পবিত্র কাবা শরীফ। পবিত্র এই স্থানটি মুসলিমদের কিবলা। আল্লাহর ঘর। আগ্রহ ও উচ্ছ্বাস ধর্মপ্রান মুসলিমদের মধ্যে। কাবা শরীফের ক্ষুদ্রতম ছবি এঁকে নজির গড়লেন কাশ্মীরের এক যুবক। নতুন রেকর্ড গড়েছেন ভারত শাসিত কাশ্মিরের এক যুবক।
কাশ্মীরি ওই যুবককের নাম মুদাসির রহমান। কীভাবে করলেন এই কামাল? গাছের পাতায় এবং আংটির ওপর পবিত্র কাবা শরীফের ক্ষুদ্রতম ছবি এঁকেছেন ওই যুবক। ২৬ বছরের মুদাসির কাশ্মীরের কুলগাম জেলার কুলপোরা গ্রামের বাসিন্দা। ছোটো থেকেই স্বপ্ন দেখতেন শিল্পী হওয়ার। কিন্তু শিল্পী হওয়ার সেভাবে কোনও তালিম পাননি। কিন্তু ছোটো থেকেই আঁকার প্রতি ভালোবাসা আর প্রচণ্ড ঝোঁক পাগল করতো তাঁকে। সেই আগ্রহ থেকে তৈরি করে নিয়েছেন নিজস্ব আঁকার ধরন।
কথায় বলে, কোনও কিছুর প্রতি গভীর ভালোবাসা থাকলে, ওপরওয়ালা সাহায্য করেন তাঁকে তাঁর লক্ষ্যে পৌঁছতে। অবশেষে লক্ষ্যভেদ। গাছের পাতা এবং আংটির ওপর পবিত্র কাবার ছবি এঁকে এশিয়া এবং ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলেছেন মুদাসির রহামান দার। একইসঙ্গে কাশ্মিরের প্রথম শিল্পী হিসেবে তিনি এই দুই রেকর্ড গড়লেন। মুদাসির জানান, ‘আমার আঁকার নিজস্ব ধরন রয়েছে। আমি আশপাশে যা খুঁজে পাই তা একেবারেই প্রাকৃতিক।’ তিনি আরও জানান, ছবি আঁকার পর তা বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে দিতেন।সমাজের হাজারো সমস্যা অঙ্কন শিল্পে তুলে ধরাই লক্ষ্য তাঁর।আগামীদিনে মাদকাসক্তি ও শিশুশ্রমের মতো বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে ভবিষ্যতে কাজ করতে চান কাশ্মিরের এই যুবক।