কনকনে ঠান্ডায় ৩০ হাজার মানুষের হাতে শীতবস্ত্র দিলেন মন্ত্রী জাকির হোসেন

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মুর্শিদাবাদ: কনকনে ঠান্ডায় অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন রাজ্যের শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী তথা জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন। রবিবার রঘুনাথগঞ্জের ম্যাকেন্জি ময়দানে এক অনুষ্ঠান করে প্রায় ৩০ হাজার মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন তিনি। এদিন উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, বিধায়ক আখরুজ্জামান, জঙ্গিপুর পুরসভার প্রশাসক মোজাহারুল ইসলাম, জঙ্গিপুরের এসডিপিও বিদ্যুৎ তরফদার, রঘুনাথগঞ্জ থানার আইসি পার্থ ঘোষ, সমাজসেবী নবাব হোসেন, গিনী হাউসের কর্ণধার সমাজসেবী রেজাউল করিম সহ অন্যান্য বিশিষ্টজনেরা। বছরের শুরুতেই অসহায়দের হাতে শীতবস্ত্র তুলে দিয়ে সকলের মন জয় করেন জাকির হোসেন।