জঙ্গিপুরে শ্রমিক মেলার উদ্বোধনে মন্ত্রী জাকির হোসেন

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মুর্শিদাবাদ: শ্রমিকদের নানান সুযোগ সুবিধা পাইয়ে দিতে শ্রমিক মেলার আয়োজন করলো শ্রম দপ্তর। রবিবার দুপুরে রঘুনাথগঞ্জের ম্যাকেঞ্জিপার্ক ময়দানে দুইদিন ব্যাপি জঙ্গিপুর শ্রমিক মেলার উদ্বোধন করেন রাজ্যের শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী জাকির হোসেন। এদিনের মেলায় উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান, জেলা তৃণমূল চেয়ারম্যান তথা বিধায়ক সুব্রত সাহা, জঙ্গিপুরের এ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার শেখ নওসাদ আলি সহ অন্যান্য বিশিষ্টজনেরা। মেলায় মোট ২০টি বিভিন্ন স্বয়ম্বর গোষ্ঠী অংশ গ্রহণ করেন। রাজ্য সরকার শ্রমিকদের যে সমস্ত সুবিধাবলী দিয়েছে তা মানুষের কাছে পৌঁছাতেই এই মেলার আয়োজন করা হয়েছে বলেই জানিয়েছেন মন্ত্রী জাকির হোসেন।