HighlightNewsরাজ্যশিক্ষা ও স্বাস্থ্য

সংখ্যালঘুদের ‘ঐক্যশ্রী’ প্রকল্পে ব্যপক দুর্নীতির অভিযোগ!

টিডিএন বাংলা ডেস্ক : রাজ্য সরকারের একাধিক প্রকল্পকে ঘিরে বারবার নানা অভিযোগ উঠেছে বিরোধীদের পক্ষ থেকে। এবার সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের জন্য করা ঐক্যশ্রী প্রকল্প নিয়ে বিস্ফোরক অভিযোগ উঠে এলো। অভিযোগ উঠেছে, লক্ষ লক্ষ ভুয়ো আবেদন জমা পড়েছে ঐক্যশ্রী প্রকল্পে। বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে সোচ্চার হতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। সমস্ত আবেদন পত্র যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। যে সমস্ত আবেদন পত্রে অসঙ্গতি দেখা যাবে, সেগুলি দ্রুত বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। যাকে ঘিরে সরকারকে তীব্র কটাক্ষ করেছে বিরোধী শিবির।

প্রসঙ্গত, সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের উন্নতির জন্য ঐক্যশ্রী প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। যেখানে ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ দেওয়া হয়। অভিযোগ উঠেছে, ঐক্যশ্রীতে একের পর এক ভুয়ো আবেদন জমা পড়েছে। এমন অনেক ব্যক্তি স্কলারশিপের আবেদন জানিয়েছে, যারা কোনভাবেই স্কলারশিপ পেতে পারে না। বিষয়টি নিয়ে সংবাদমাধ্যম সোচ্চার হতেই নড়েচড়ে বসেছে রাজ্য সরকার। জেলা শাসকেরা ডিআইদের কাছে নির্দেশ দিয়েছেন, সমস্ত ভুয়ো আবেদন বাতিল করার। আগামীকালের মধ্যে রিজেকশন রিকোয়েস্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে, প্রায় ১৫ লক্ষ আবেদন ঐক্যশ্রী প্রকল্পতে জমা পড়েছে। তাই আগামীকালের মধ্যে সমস্ত আবেদনপত্র যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। যেগুলিতে অসংগতি ধরা পড়বে, সেগুলো তত্‍ক্ষণাত্‍ বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

আবার, ডিআইদের কাছে নির্দেশ দেওয়া হয়েছে ঐক্যশ্রীর পেন্ডিং ভেরিফিকেশন করবার। অন্যদিকে, বিত্ত নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, ভুয়ো আবেদনে যদি কেউ স্কলারশিপ পায়, তবে নোডাল শিক্ষকরা দায়ী থাকবেন। ঐক্যশ্রী নিয়ে অভিযোগ প্রসঙ্গে সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী গোলাম রব্বানী জানিয়েছেন, ঐক্যশ্রীতে এখনো কোন ভুয়ো আবেদন আসেনি সরকারের কাছে। দপ্তরের কাছে বিষয়টি তিনি জানতে চেয়েছেন। যদি এই ধরনের ঘটনা ঘটে, তার তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, হয়তো কোন আবেদনকারীর ব্যাংক ডিটেইলস বা ফরম ফিলাপের ক্ষেত্রে কোন সমস্যা হয়ে থাকতে পারে। কিন্তু এ বিষয় নিয়ে সরকারকে কাঠ গড়ায় তুলেছে বিরোধী শিবির। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, রাজ্য সরকারের সমস্ত প্রকল্প পড়ুয়াদের ঋণ দেওয়া, স্কলারশিপ দেওয়া সমস্ত ক্ষেত্রে দুনম্বরী করা হচ্ছে। আবার, এ প্রসঙ্গে বামপন্থী নেতা সুজন চক্রবর্তী জানিয়েছেন, যত শ্রী আর যত সাথি গোছের প্রকল্প আছে, তার বেশিরভাগ ডুবে আছে দুর্নীতিতে। যা সকলেই বুঝতে পারছেন। সূত্র- দ্য ওয়াল

Related Articles

Back to top button
error: