টিডিএন বাংলা ডেস্ক: সরকারি হাসপাতাল থেকে হঠাৎ উধাও হয়ে গেলেন এক জন বৃদ্ধ রোগী! তারপর সেই রোগীর মৃত দেহ পাওয়া গেল হাসপাতালের পার্শ্ববর্তী একটি পুকুরে ভাসমান অবস্থায়! এই ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েন ওই নিহত রোগীর পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। যার ফলে ব্যাপক উত্তেজনা ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে ওই হাসপাতাল চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় থানার পুলিশ। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
ঘটনাটি ঘটেছে, হুগলির উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। মৃত রোগীর নাম অভয় পাঠক। ৭২ বছরের অভয় হুগলির হিন্দমোটরের ১ নম্বর ওয়ার্ডের বৈদিক পাড়া এলাকার বাসিন্দা ছিলেন। রোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষের চরম গাফিলতির কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। পুরো ঘটনায় দুঃখপ্রকাশ করে তদন্তের নির্দেশ দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমা ভুঁইয়া জানিয়েছেন, পূর্বেই থানায় নিখোঁজ ডায়েরি হয়েছিল। একটা তদন্ত কমিটি গড়ে ঘটনার দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছেন। পাশাপাশি তিনি জানিয়ে দিয়েছেন, নিরাপত্তার কোনও গাফিলতির কারণে এই মৃত্যুর ঘটনা ঘটলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।