নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা : কাঁকড়তলা থানার অন্তর্গত নবসন গ্রামের মিঠুন বাগদী খুনের মামলায় ফুলচাঁদ বাগদী, অভিজিত বাগদী, তাপস বাগদী, সুনীল বাগদী, সাগরী বাগদী এই ৫ জন গত ২৪ নভেম্বর আদালতে আত্মসমর্পণ করে। তাঁদের মধ্যে সাগরী বাগদীর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। বাকী ৪ জনের ৩ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়। আজ আদালতে তাঁদেরকে তোলা হলে সিবিআই তাঁদের ৪ জনের ৫ দিনের হেফাজত চাইলে আদালত ৫ দিনের সিবিআই হেফাজত মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর চন্দন গড়াই, বাহাদুর বাগদী ও প্র্মিলা বাগদীকে গ্রেপ্তার করেছিল সিবিআই। এই তিনজনের বেল রিজেক্ট করে প্র্মিলা বাগদী ১৪ দিনের জেল হেফাজত ও চন্দন গড়াই এবং বাহাদুর বাগদীর ৩ দিনের সিবিআই হেফাজত মঞ্জুর করেছিল আদালত। আজ আবার আদালতে তাঁদের আনলে এবং দুজনকে ৫ দিনের হেফাজত চাইলে ৫ দিনই সিবিআই হেফাজত মঞ্জুর করে। এই মামলায় ১৫ জন অভিযুক্তর মধ্যে ভারতী বাগদী এই কেসে আজ স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। তাঁর বেল রিজেক্ট করে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। পরিশেষে আজ ৬ জনকে সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক। উল্লেখ্য, মিঠুন বাগদী খুনের মামলায় ১৫ জনের নামে যে অভিযোগ ছিল, আজ এই ১৫ জনের নামই আদালতে রেকর্ড হল।