নিজস্ব প্রতিনিধি, টিডিএন বাংলা, নদীয়া: উচ্চমাধ্যমিকে ৯৬ শতাংশ নম্বর পেয়ে নদিয়ার তেহট্ট মহকুমায় যুগ্মভাবে প্রথম হয়েছে করিমপুরের থানারপাড়ার আরিফ দফাদার ও মহিসবাথানের পিউ সাহা। শনিবার তাদের সংবর্ধনা দিলেন করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায়। করিমপুর-২ ব্লকের অন্তর্গত নতিডাঙ্গা অমিয় স্মৃতি বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিকে দেয় আরিফ। ঐ ব্লকেরই মহিষবাথান মনোজ মোহন বিদ্যামন্দির থেকে পরীক্ষা দেয় পিউ সাহা। কলা বিভাগে উভয়ের সংগ্রহ ৪৮০ নম্বর।
নদিয়ার সীমান্তবর্তী এলাকার এই দুই কৃতি পড়ুয়ার সাফল্যে খুশি এলাকাবাসী থেকে স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও। আরিফের বাড়ি থানারপাড়ায়, পিউ এর বাড়ি মহিষবাথানের ষষ্টি পাড়ায়।
আরিফের ইচ্ছে বড়ো হয়ে প্রকৃত মানুষ হয়ে একজন সৎ উচ্চপদস্থ পুলিশের আধিকারিক হওয়া। অন্যদিকে, পিউ চায় ইংরেজিতে অনার্স করে কলেজের প্রফেসর হতে। শনিবার বিকেলে আরিফ ও পিউ সহ করিমপুরের অন্যান্য কৃতি ছাত্র ছাত্রীদের করিমপুর বিধায়ক কার্যালয়ে সংবর্ধনা দিয়ে জীবনে আরও এগিয়ে যেতে উদ্বুদ্ধ করেন বিধায়ক বিমলেন্দু সিংহ রায়। এদিন কৃতিদের হাতে মদনমোহন তর্কালঙ্কার কে নিয়ে নিজের লেখা একটি করে বইও তুলে দেন বিধায়ক।