ঝাড়খণ্ডের মতো উত্তর প্রদেশের বিধানসভা ভবনে নামাযের জন্য আলাদা ঘরের দাবি বিধায়কের

টিডিএন বাংলা ডেস্ক : ঝাড়খণ্ডের মতো এবার একই দাবি যোগী রাজ্যে। বিধানসভাতে নামায পাঠের জন্য আলাদা ঘরের দাবি জানালেন সমাজবাদী পার্টি নেতা ইরফান সোলাঙ্কি। ইতিমধ্যেই বিধানসভার স্পিকার নারায়ণ দীক্ষিতের কাছে এই নিয়ে দাবিও জানিয়েছেন। যা নিয়ে শুরু জোর বিতর্ক।

সোলাঙ্কি মনে করেন, বিধানসভায় অধিবেশন জরুরি। তেমনই প্রার্থনাও জরুরি। বিহারে যেমন হয়েছে। মহারাষ্ট্রেও দাবি উঠেছে বলে শোনা যাচ্ছে। তেমনটা এই রাজ্যে হলেও ভালো হয়। ছোট ঘর হলেই চলবে। অধিবেশনের মধ্যেই নামায পাঠ করা যাবে। অধিবেশন বাদ দিতে হবে না। এতে কারও কোনও সমস্যা হবে না।
বিধায়ক এপ্রসঙ্গে জানিয়েছেন, বিধানসভা ভবনে আলাদা নামাযের ঘর চেয়ে ইতিমধ্যেই অধ্যক্ষকে চিঠি দিয়েছি। তিনি আশাবাদী, তাঁর এই দাবি পূরণ করা হবে।

উল্লেখ্য, সম্প্রতি ঝাড়খণ্ড বিধানসভায় নমাজের জন্য আলাদা ‘নমায কক্ষ’ বরাদ্দ করেছে সরকার। সরকারের যুক্তি, অনেক সময় মুসলিম বিধায়করা অধিবেশনের মাঝপথে নমাজ পড়তে যান। যার ফলে অনেক গুরুত্বপূর্ণ কাজে সমস্যা হয়। সেকারণেই বিধানসভার অন্দরে মুসলিম বিধায়কদের জন্য নমাজ পড়ার ব্যবস্থা করা হয়েছে। এই প্রস্তাবের প্রবল বিরোধিতা করেছে বিজেপি।