খেলার মাঠ থেকে কৃষি আইনের প্রতিবাদ, সামসেরগঞ্জ কাপের ফাইনাল পর্বে ট্রাক্টর চালালেন বিধায়ক
নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা: কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরোধীতার ঢেউ এবার খেলার মাঠেও। রবিবার চাঁদপুর ফিডার ক্যানেল ময়দানে সামসেরগঞ্জ কাপ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল পর্বে হাতে প্ল্যাকার্ড ও মাঠে ট্রাক্টর নিয়ে কৃষি আইনের বিরোধীতায় অভিনব প্রতিবাদের সুর উঠে। নিজেই ট্রাক্টরে চড়ে মাঠ পরিক্রমা করে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র সুর চড়ান সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। চলে স্লোগানও। এসময় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ারা বেগম, তৃণমূলের ব্লক সভাপতি শহিদুল ইসলাম, হাবিব পারভেজ, কিষান ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেসের সভাপতি বজলুর রহমান সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিনের ফাইনাল পর্বে পাকুর ও বর্ধমানের মধ্যে খেলা আয়োজিত হয়। খেলায় দর্শকের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়
উল্লেখ করা যেতে পারে, প্রতি বছরের মতো এবছরও ফিডার ক্যানেলের ধারে সামসেরগঞ্জ কাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছিলেন সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। খেলায় দেশের বিভিন্ন প্রান্তের মোট আটটি টিম অংশগ্রহণ করেন। রবিবার ছিল তার ফাইনাল পর্ব। এদিন পাকুর ও বর্ধমানের মধ্যে খেলা আয়োজিত হয়। খেলার শুরুতেই অভিনব পদ্ধতিতে কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদের সুর উঠে মাঠে। প্রায় ৩০ জনেরও বেশি চাষী হাতে প্ল্যাকার্ড নিয়ে মাঠে নামেন। চলমান কৃষক আন্দোলনকে সমর্থন জানাতে মাঠে নামানো হয় ট্রাক্টর। মাঠ পরিক্রমার পাশাপাশি চলে স্লোগানও। অভিনব প্রতিবাদের মধ্য দিয়েই ক্রিকেট প্রতিযোগিতা দেখতে ভিড় জমান হাজারও মানুষ। খেলায় উপচে পড়া ভিড় লক্ষ করা যায়। এদিন পাকুর টিম জয়লাভ করে।