HighlightNewsরাজ্য

হাইকোর্টেও জামিন পেলেন না বিধায়ক নওসাদ সিদ্দিকী, আপাতত থাকবেন জেলেই

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: হাইকোর্টেও জামিন পেলেন না আইএসএফ চেয়ারম্যন তথা ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকী। ফলে আপাতত তিনি এখনও জেল হেফাজতেই থাকবেন। আজ বুধবার কলকাতা হাইকোর্টে বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চে ভাঙড়ের বিধায়কের জামিনের মামলার শুনানি ছিল। পূর্বের নির্দেশ মেনে এদিনের রাজ্য সরকার ২১ জানুয়ারি ধর্মতলা চত্বরের ডোরিনা ক্রসিংয়ের ভিডিও এবং অন্যান্য রিপোর্ট আদালতে জমা দেয়। এদিন বিচারপতি দ্বয় শুনানি শেষে আপাতত নওসাদকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। আগামীকাল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এর আগে গতকাল ২ টি মামলায় নওসাদকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত।

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি নওসাদ সিদ্দিকীর প্রথম শুনানিতে একটি মামলায় একজন বিধায়ক সহ এতজনকে জেলে বন্দি করে রাখা নিয়ে প্রশ্ন তুলেছিল হাইকোর্ট। বিধানসভার স্পিকার বিমান বন্দপাধ্যায়ও বলে ছিলেন এত দিন জেলে রাখার মত কিছু এই কেসে নেই। ফলে অনেকেই আশা কর ছিলেন যে আজ হয়তো জামিন পাবেন নওশাদ। কিন্তু হাইকোর্ট শেষ পর্যন্ত জামিন না দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেয়।

Related Articles

Back to top button
error: