আব্দুস সালাম, টিডিএন বাংলা: মহার্ঘ্য ভাতার (ডিএ) দাবিতে চলা প্রতিবাদী মঞ্চে বক্তব্য দেওয়ার সময় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর গায়ে হাত তুললেন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। তা নিয়ে রীতিমতো অস্থির পরিস্থিতির তৈরী হয় ডিএ প্রতিবাদী মঞ্চে। ক্ষুব্ধ আন্দোলনকারীরা তাকে মারতে উদ্যত হলে নওশাদ সিদ্দিকী তাদের শান্ত করেন। ঘটনাস্থলে দায়িত্বে থাকা পুলিশকর্মীরা দ্রুত সেই ব্যক্তিকে উদ্ধারের পর আটক করে। এই ঘটনাকে কেন্দ্র করে শহীদ মিনার চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঠিক কি উদ্দেশ্যে তিনি এই কান্ড ঘটান তা এখনও স্পষ্ট নয়।
এই প্রসঙ্গে বিধায়ক নওশাদ সিদ্দিকীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “উনি কে কি উদ্দেশ্য নিয়ে আমার গায়ে হাত তুললেন তা আমি বলতে পারবো না। পুলিশ তাকে আটক করেছে তদন্তের পর বিষয়টি স্পষ্ট হবে। তবে এখানে বিশৃঙ্খলা ঘটাতে এটা পরিকল্পিত ভাবে ঘটানো হয়ে থাকতে পারে।” একইসঙ্গে তিনি জানিয়ে দেন যদি তাকে ভয় দেখাতে এই কান্ড পরিকল্পিত ভাবে ঘটানো হয়ে থাকে তাহলে তাদের জেনে রাখা উচিত তিনি জীবনের ভয় করেন না।
এই ঘটনায় ডিএ’র দাবিতে আন্দোলনকারীদের সংগঠন সংগ্ৰামী যৌথ মঞ্চের পক্ষ থেকে স্থানীয় থানায় ডাইরি করা হয়েছে। তারা পুলিশের কাছে দ্রুত তদন্তের মাধ্যমে এই ঘটনার পিছনে যে বা যারা জড়িত তাদের শাস্তির দাবি তোলেন।