টিডিএন বাংলা ডেস্কঃ জম্মু ও কাশ্মীরে ভোট করার সাহসই নেই বিজেপি শাসিত কেন্দ্রের। দায় না থাকলে ওরা হয়তো এখানে লোকসভার ভোটও করত না। বৃহস্পতিবার পুঞ্চে দলের প্রচারে এমনটাই বলছেন এনসি নেতা তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তবে তাতে কোনও তাপ উত্তাপ নেই মোদি সরকারের।
সুপ্রিম কোর্টে মোদি সরকার বলেছিল জম্মু-কাশ্মীরে পুর এবং পঞ্চায়েতগুলির নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু কবে সেই ভোট হবে তা কেউ জানেনা। তার কোনও বিজ্ঞপ্তিও নেই। সংখ্যাগরিষ্ঠতা নিয়ে লাদাখ কাউন্সিল ভোটে জয়ী হয়েছে ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস জোট। আর পরাজিত হয়েছে বিজেপি। সেই ভয়েই পঞ্চায়েত কিংবা পুরভোট করতে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকার ভয় খাচ্ছে বলে দাবি করেছেন ওমর।
জম্মু-কাশ্মীরে শেষ বিধানসভা নির্বাচন হয়েছিল ২০১৪ সালে। আমরা পাঁচ বছর ধরে রাজ্যপালের শাসনে রয়েছি। ২০১৯ -এর পরে এখানে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে বার বার দাবি করা হয়েছে। যদি তাই হয়, তাহলে নির্বাচন করতে এমন টালবাহানা কেন? সেই প্রশ্নও তুলেছেন ওমর আবদুল্লার।
বিজেপি কেন ভোট করতে চাইছেনা তারও ব্যাখ্যা দিয়েছেন ওমর নিজেই। তিনি বলেন, ওরা আসলে জম্মু-কাশ্মীরের ভোটারদের মুখোমুখি হতে ভয় পাচ্ছে। যে প্রতিশ্রতি তারা মানুষকে দিয়েছিল তা যে ভুয়ো উপত্যকার মানুষ এতদিনে তা বুঝে গিয়েছে। সে কারণেই তারা ভোট করতে চাইছে না। মানুষ তাদের নিয়ে কী ভাবছে তা এতদিনে বিজেপি বুঝে গিয়েছে। তাই ওরা আর এখন ভোট করার কথা বলবে না। নেহাত চাপ না থাকলে ওরা লোকসভার ভোটও করতে চাইতো না। ওমর বলেন, কতদিন ওরা (বিজেপি সরকার )আর পালিয়ে বেড়াবে? একদিন না একদিন তো তাদের ভোট করতেই হবে। সূত্র – পুবের কলম পত্রিকা