HighlightNewsদেশ

পাঞ্জাবে কৃষক বিক্ষোভের মুখে মোদী, বাতিল সফর!

টিডিএন বাংলা ডেস্ক : পাঞ্জাব সফরে গিয়ে কৃষক বিক্ষোভের মুখে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বিক্ষোভের ফলে যানজট সৃষ্টি হওয়ায় গন্তব্যেই পৌঁছতে পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পঞ্জাবে হুসেইনিওয়ালায় জাতীয় শহিদ মেমোরিয়ালে একটি জনসভায় যাওয়ার পথে একটি সেতুতে প্রায় ১৫-২০ মিনিট আটকে ছিলেন প্রধানমন্ত্রী। একটি উড়ালপুলে ওই ঘটনা ঘটে। অবশেষে সেখান থেকে বিমানবন্দরে ফিরে আসেন। ফেরার পথে বিমানবন্দরে আধিকারিকদের উদ্দেশে নরেন্দ্র মোদী চান্নিকে ‘খোঁচা’ দিয়ে বলেন, ‘‘বেঁচে ফিরতে পেরেছি, এই অনেক! এর জন্য মুখ্যমন্ত্রী (পঞ্জাবের মুখ্যমন্ত্রী)-কে আমার হয়ে ধন্যবাদ জানাবেন।’’

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, ‘‘আবহাওয়া খারাপ থাকায় স্থলপথে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে পঞ্জাব পুলিশের ডিজিপি-র সঙ্গে আলোচনা করেই নেওয়া হয় ওই সিদ্ধান্ত।’’ নিরাপত্তায় গাফিলতির জন্যই পঞ্জাবের চরণজিৎ চন্নী সরকারের কাছ থেকে সবিস্তার রিপোর্ট চাওয়া হয়েছে।

এ প্রসঙ্গে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা অভিযোগ করে বলেন, ‘‘কয়েক হাজার কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্প নিয়ে পঞ্জাবে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু তাঁকে যে ভাবে ফিরে আসতে হল, তা খুবই দুঃখজনক। এই রকম সংকীর্ণ মানসিকতার জন্য পঞ্জাবের উন্নয়ন আটকে থাকবে না।’’

প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতি ছিল এই অভিযোগ পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ চন্নীর পদত্যাগ দাবি করেছে বিজেপি। যদিও সেই অভিযোগ অস্বিকার করে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘‘নিরাপত্তায় কোনও গাফিলতি ছিল না। উনি বাহানা খুঁজছিলেন।’’

Related Articles

Back to top button
error: