সুরকার ও সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে শোকবার্তা মোদী, মমতা ও অমিত শাহের

টিডিএন বাংলা ডেস্ক : সঙ্গীত জগতে একের পর এক ঝড়-ইন্দ্রপতন অব্যাহত। সেই ঝড়ে আবারও খসে পড়ল সুরোলকের আরও এক নক্ষত্র। বুধবার সকাল সকালই হঠাত্‍ই খবর এলো বিশিষ্ট সুরকার ও সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ি প্রয়াণের। মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হল সুরকারের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। বেশ কিছু দিন থেকেই শারীরিক সমস্যায় ভুগছিলেন বাপ্পি লাহিড়ী। সোমবার ছেড়ে দেওয়া হয় তাঁকে। কিন্তু মঙ্গলবার ফের শারীরিক অবস্থার অবনতি হয়। ভর্তি হয়েছিলেন মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। সেখানেই মাঝরাতে মারা গেলেন বাপ্পি। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বাপ্পি লাহিড়ীর মৃত্যুর কারণ বলে জানা গিয়েছে।

বাপি লাহিড়ির অকালপ্রয়াণে শোকস্তব্ধ সারা দেশ। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তাঁর টুইটারে লেখেন, ‘বাপি লাহিড়ির সমস্তটা জুড়ে ছিল সঙ্গীত, নানা ধরনের আবেগকে তিনি অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। প্রজন্মের পর প্রজন্ম তাঁর কাজ মনে রাখবে। প্রাণবন্ত স্বভাবের জন্য তাঁর অভাব বোধ করবে। তাঁর মৃত্যুতে শোকাহত। পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা। ওঁ শান্তি।’

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করে লেখেন, ‘কিংবদন্তি সুরকার ও সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ীজির মৃত্য়ু সম্পর্কে জানতে পেরে গভীরভারে শোকাহত। তাঁর মৃত্যুতে ভারতীয় সঙ্গীত জগতে এক বিরাট শূণ্যতা তৈরি হল। বাপ্পি দা তাঁর বহুমুখী গান এবং প্রাণবন্ত প্রকৃতির জন্য স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর পরিবার ও ভক্তদের প্রতি আমার সমবেদনা। ওম শান্তি।’

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় লেখেন, ‘কিংবদন্তি সুরকার ও সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ীর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উত্তরবঙ্গের সন্তান আমাদের বাপ্পি লাহিড়ী অসামান্য প্রতিভা ও কঠোর পরিশ্রমে সর্বভারতীয় খ্যাতি অর্জন করেছিলেন। তাঁর সাঙ্গীতিক অবদানের মাধ্যমে আমাদের গর্বিত করেছেন, দীর্ঘ কয়েক দশক ধরে অবিস্মরণীয় সুরের জাদুতে শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে রেখেছেন। হিন্দী, বাংলা ছাড়াও তিনি তেলুগু, তামিল, কন্নড় সহ বিভিন্ন ভাষার চলচ্চিত্রের গানে সুরারোপ করেছিলেন।’

নভেম্বর মাসে ‘সারেগামাপা’ র মঞ্চে হাজির হয়েছিলেন বাপ্পি লাহিড়ি। শেষবার তিনি প্রকাশ্যে আসেন সলমন খানের ‘বিগ বস’ ১৫-র মঞ্চে। নাতি স্বস্তিকের গান ‘বাচ্চা পার্টি’র প্রচারে সেখানে পৌঁছেছিলেন বাপ্পি লাহিড়ি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া সংগীত জগতে।

পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১২ সালে ‘বিশেষ চলচ্চিত্র পুরস্কার’, ২০১৫ স্পেশ্যাল লাইফ টাইম অ্যাওয়ার্ড, ২০১৬ সালে ‘মহানায়ক সম্মান’ ও ২০১৭ সালে ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রদান করে। তাঁর মৃত্যুতে সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি বাপী লাহিড়ীর পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।