HighlightNewsদেশরাজ্য

সিএনসিআই-এর নতুন ক্যাম্পাস উদ্বোধনে মোদী-মমতা

টিডিএন বাংলা ডেস্ক: আজ কলকাতায় চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট-এর (CNCI) দ্বিতীয় ক্যাম্পাসের ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এছাড়াও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয়, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার, ছিলেন সাংসদ জন বার্লা, শান্তনু ঠাকুর, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রমুখ। উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, ‘‘এই হাসপাতাল বাংলার অনেক নাগরিকের সুবিধা করবে। শুধু কলকাতা নয়, আশপাশের জেলাগুলিও উপকৃত হবে। বিশেষ করে দুঃস্থদের ক্যানসার চিকিৎসায় এই হাসপাতাল বড় ভূমিকা নেবে। বর্ধমান এবং মুর্শিদাবাদেও ক্যানসারের চিকিৎসা হবে।’’

এদিনের সভায় উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘করোনার নতুন স্ট্রেনে মৃত্যু কম। কিন্তু, ছড়াচ্ছে বেশি। ব্যালেন্স করে পরিস্থিতি ঠিক করছি। ভ্যাকসিনেশনে বেঙ্গল বেস্ট। একজোট হয়ে কাজ করেছি। স্বাস্থ্য রাজ্যের আওতায়। কিন্তু, কিছু ক্ষেত্রে রাজ্য আর দেশকে একসঙ্গে কাজ করতে হয়। আপনি এখানে এসেছেন উদ্বোধন করতে। ভালো লেগেছে।’ পাশপাশি তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর জন্য এসেছি। স্বাস্থ্যমন্ত্রী ফোন করেছিলেন। প্রধানমন্ত্রী ইন্টারেস্ট নিয়ে উপস্থিত আছেন। তাই আমিও তাই এলাম। কোভিড যখন হল, তখনই আমরা এই হাসপাতালের উদ্বোধন করে দিয়েছিলাম। তখন এই হাসপাতাল আমাদের কাজে এসেছে। এই হাসপাতালের ২৫ শতাংশ খরচ আমরাও দিচ্ছি। রেকারিং খরচ দিচ্ছে রাজ্য সরকার। ১১ একর জমি আমরা দিয়েছি। তবে কিছু জায়গায় সাধারণের জন্য কেন্দ্র আর রাজ্যকে একসঙ্গে কাজ করতে হয়।’

প্রধানমন্ত্রীর এদিন বলেন, ‘‘দেশে দেড় কোটি কিশোর-কিশোরীরও টিকাকরণ হয়েছে। মাত্র পাঁচ দিনের মধ্যে দেশের কিশোর-কিশোরীদের প্রথম টিকা দেওয়া হয়েছে। ৯০ শতাংশেরও বেশি মানুষকে প্রথম টিকা দেওয়া হয়েছে।’’ একইসঙ্গে তিনি বলেন, ‘‘বাংলাকে ১.৫ হাজার ভেন্টিলেটর দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে অক্সিজেন সিলিন্ডার। বাংলা ১১ কোটি টিকা পেয়েছে।’’ অন্যদিকে মুখ্যমন্ত্রী বলেন, “আপনারা বুস্টার ডোজ চালুর সিদ্ধান্ত নিয়েছেন, খুব ভাল। কিন্তু দ্বিতীয় ডোজ না সম্পূর্ণ হলে কীভাবে বুস্টার ডোজ দেব। আগে রাজ্য পর্যাপ্ত দ্বিতীয় ডোজ ভ্যাকসিন পাক, ১০০ শতাংশের টিকাকরণ সম্পূর্ণ হোক, তারপর বুস্টার ডোজ দেওয়ার কাজ শুরু হবে।”

উল্লেখ্য যে, চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালের এই ক্যাম্পাস তৈরিতে খরচ হয়েছে প্রায় ১০০০ কোটি টাকা। এর মধ্যে রাজ্য খরচ করেছে ১৩৪ কোটি টাকা এবং কেন্দ্র খরচ করেছে প্রায় ৫০০ কোটি।

Related Articles

Back to top button
error: