Highlightরাজ্য

আজ বিকেলে মোদি-মমতা বৈঠক

টিডিএন বাংলা ডেস্ক : একুশের বঙ্গ যুদ্ধে রেকর্ড আসনে জয়লাভের পর এই প্রথম দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূচিতে কোনও রদবদল নাহলে আজ বিকেল ৪ টেয় রাজধানীর লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে ওই বৈঠক হতে পারে। ওই বৈঠকের রাজ্যের বকেয়া পাওনা মিটিয়ে দেওয়ার জন্য যেমন আর্জি জানাবেন, তেমনি রাজ্যকে পর্যাপ্ত ভ্যাকসিন দেওয়ার অনুরোধও করবেন মমতা।

দেশজুড়ে পেগাসাস বিতর্ক চরমে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, দেশের সব প্রান্তের বিরোধী কন্ঠকে রুখতেই নিয়ম-নীতির বিসর্জন দিয়ে সবার ফোনে আড়ি পাতছে কেন্দ্র। এসবের মধ্যে আজ বৈঠকে মুখোমুখি হবেন মোদি-মমতা। দু’জনের মধ্যে কী আলোচনা হয় তা নিয়ে রাজনৈতিক মহলের আগ্রহ তুঙ্গে। তবে মোদীর মুখোমুখি হলেও তার কেন্দ্র বিরোধী সুর যে নরম হবে না, সেটা মমতার দিল্লি সফরের প্রথমদিন থেকেই স্পষ্ট।

এর আগে যতবার প্রধানমন্ত্রীর সঙ্গে মমতার বৈঠক হয়েছে, ততবারই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর রাজনৈতিক শিষ্টাচার ও সৌজন্যে দেখিয়ে রাজ্যের দাবি-দাওয়ার তালিকা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। পাল্টা সৌজন্যে দেখিয়েছেন প্রধানমন্ত্রীও। এবার প্রধানমন্ত্রীর জন্য বিশেষ উপহার নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী। তাই সংসদের অলিন্দে ‘দেশও নিজের মেয়েকে চায়’ স্লোগান তুললেও মুখোমুখি বৈঠকের সেই বিরোধিতার রেশ থাকবে না বলেই আশা। চার দিনের সফরে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করতে পারেন মমতা। অনুমতি পেলে যেতে পারেন সংসদেও।

Related Articles

Back to top button
error: