টিডিএন বাংলা ডেস্ক: দেশের বিদেশনীতিকে ধংসের মুখে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নবী মহম্মদ(সঃ)-এর অবমাননা প্রসঙ্গে আরব দেশগুলির প্রতিবাদ প্রসঙ্গে নরেন্দ্র মোদীর সমালোচনায় সরব হলেন আসাদুদ্দিন ওয়াইসি। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারের আমলে দেশের বিদেশনীতি ধংসের মুখে পড়েছে। ইতিপূর্বেও তিনি অভিযোগ তুলে ছিলেন বর্তমান সরকার বিদেশনীতিতে সম্পূর্ণ অদূরদর্শী ও বিফল। এই আমলে বিভিন্ন দেশের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে ঠেকেছে।
প্রসঙ্গত, মুসলিমদের নবী মহম্মদ(সঃ)-এর অবমাননার অভিযোগ ওঠে বিজেপির দুইজন মুখপাত্রের বিরুদ্ধে। এরই প্রতিবাদে সরব হয়েছে গোটা বিশ্ব। আরব ও মুসলিম দেশগুলি তাদের দেশে ভারতীয় রাষ্ট্র দূতদের ডেকে এর প্রতিবাদ জানিয়ে ক্ষমা চাইতেও বলেছে। এ প্রসঙ্গে এদিন ওয়াইসি বলেন, ‘দেশের ইতিহাসে এমন কখনও হয়নি যে রাষ্ট্র দূতদের তলব করে কোনো ঘটনার জন্য প্রতিবাদ জানিয়ে তার জন্য আবার ক্ষমা চাইতে বলা হচ্ছে। আপনি বিদেশনীতির জায়গায় বিদ্বেষনীতিকে স্থান দিয়েছেন। যার ফল এখন ভুগতে হচ্ছে।’ তিনি আশঙ্কা প্রকাশ করেন এমন চলতে থাকলে যে সমস্ত ভারতীয় বিদেশে কাজ করছেন তাদের উপর এর প্রভাব পড়তে পারে।