আটকে পড়া ভারতীয়দের ফেরাতে ফের জেলেনস্কির সঙ্গে কথা বলবেন মোদী

টিডিএন বাংলা ডেস্ক: ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতির মধ্যে আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে ফের একবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর অনুযায়ী, সোমবারই দুজনের মধ্যে কথোপকথন হতে পারে। এর আগে যুদ্ধ পরিস্থিতিতে আটকে থাকা ভারতীয়দের নিরাপদে ফিরিয়ে আনার প্রসঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেসময় ইউক্রেনের খারকিভে আটকে পড়া ভারতীয় ছাত্র-ছাত্রীদের উদ্ধার করা নিয়ে দু’জনের মধ্যে কথা হয়। এরপর খারকিভ ছেড়ে রওনা হওয়ার নির্দেশ দেয় ভারতীয় দূতাবাস। বর্তমানে খারকিভ থেকে প্রায় সমস্ত ভারতীয়রাই নিরাপদে বেরিয়ে এসেছেন বলে জানানো হয়েছে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে।

তবে কিভ ও খারকিভ থেকে আটকে পড়া ভারতীয়দের অধিকাংশ-ই নিরাপদে দেশে ফিরে আসলেও ইউক্রেনের সুমি শহরে এখনও পর্যন্ত আটকে রয়েছেন বহু ভারতীয় নাগরিক। সেই কারণে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে যুদ্ধবিরতির আবেদন জানিয়ে কথা বলতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে যুদ্ধ শুরুর গোড়ার দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।