১৬ তারিখ কৃষকদের উদ্দেশ্যে এমএসপি নিয়ে বার্তা মোদির

টিডিএন বাংলা ডেস্ক : ৫ রাজ্যে বিধানসভা ভোটের আগে কৃষকদের মন পেতে মরিয়া বিজেপি। গত মাসেই তিনটি কৃষি আইন প্রত্যাহার করে নিয়েছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, সারা দেশের কৃষকদের উদ্দেশ্যে ১৬ ডিসেম্বর বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভার্চুয়াল সমাবেশে কৃষকদের উৎপাদিত ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি গ্যারেন্টি আইন নিয়ে কেন্দ্রের পরিকল্পনা তুলে ধরতে পারেন প্রধানমন্ত্রী।

সূত্রের খবর, বিজেপি সাধারণ সম্পাদক অরুণ সিং দলের ৫৫ জন শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে স্পষ্ট করে দিয়েছেন, দেশের কৃষকদের মধ্যে যেভাবেই হোক প্রধানমন্ত্রীর ভাষণ ছড়িয়ে দিতে হবে। সঙ্ঘ পরিবার ও বিজেপি ঘনিষ্ঠ কৃষক সংগঠনের সভাপতি সহ অন্যদের কাজে লাগানোর পরামর্শ দেওয়া হয়েছে। দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে থাকা মোট ৭৪১টি কৃষিবিজ্ঞান কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করা হবে প্রধানমন্ত্রীর ভাষণ।

সামনের বছর ভোট উত্তরপ্রদেশে। ওই রাজ্যের একটি বড় অংশ বিশেষ করে পশ্চিমাংশে প্রচুর পরিমাণে কৃষক পরিবার রয়েছে। কেন্দ্রীয় সরকারের লিখিত আশ্বাসের পর ধর্না প্রত্যাহার করলেও, কেন্দ্রের বিরুদ্ধে কৃষকদের অসন্তোষ কমেনি বলে মনে করছেন অনেকেই। আর সেই কারণেই প্রধানমন্ত্রী ভাষণ বলে মনে করছে রাজনৈতিক মহল।