টিডিএন বাংলা ডেস্ক: বাংলায় প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনে উপস্থিত থাকার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেই মতো সব প্রস্তুতি সম্পন্ন করা হয়ে গিয়ে ছিল। কিন্তু শেষ মুহূর্তে মায়ের মৃত্যুতে বাংলা সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী মোদী। ফলে হাওড়ায় বন্দে ভারত উদ্বোধন হল মোদীহীন ভাবেই।
হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের পাশাপাশি জাতীয় গঙ্গা পরিষদের বৈঠক, কলকাতায় অনেকগুলি কর্মসূচি ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু সব বাতিল করে তিনি দিল্লি থেকে আমদাবাদে মায়ের শেষকৃত্যে অংশ নিতে গিয়েছেন।