HighlightNewsদেশ

মোদির ঢেউ শেষ,কর্ণাটক নির্বাচনে কংগ্রেসের সঙ্গেই ছিলেন বজরং বলি, মন্তব্য সঞ্জয় রাউতের

টিডিএন বাংলা ডেস্ক: কর্ণাটক বিধানসভা নির্বাচনে ২২৪টি আসনের মধ্যে ১৩৫টি আসন পেয়েছে কংগ্রেস। এর একদিন পর শিবসেনা নেতা সঞ্জয় রাউত দাবি করেছেন, দেশে মোদী ঢেউ শেষ। তিনি বলেন, এবার আমাদের পালা, দেশে আমাদের ঢেউ আসার কথা। বজরং বলি অবশ্যই নির্বাচনে অংশ নিয়েছিলেন, তবে তিনি বিজেপির সাথে ছিলেন না, কংগ্রেসের সাথে ছিলেন, যার প্রভাব ফলাফলে দৃশ্যমান। রবিবার, সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার সময় এমন কথাই বলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত।

অন্যদিকে, কর্ণাটকে কংগ্রেসের জয়ের পর, মুম্বইয়ে এনসিপি প্রধান শরদ পওয়ারের বাসভবনে মহা বিকাশ আঘাদি (এমভিএ) নেতাদের বৈঠক চলছে। এতে উদ্ধব ঠাকরে, সঞ্জয় রাউত, নানা পাটোলে এবং অজিত পাওয়ারের মতো অনেক প্রবীণ নেতা অংশগ্রহণ করেছেন। বৈঠকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য একটি কৌশল তৈরি করা হতে পারে। মিডিয়া রিপোর্ট অনুসারে, এমভিএ নেতাদের বৈঠকে ক্যামেরায় একে অপরের বিরুদ্ধে বিবৃতি এড়াতে পরামর্শ দেওয়া হবে।

এই বৈঠকের আগে, শিবসেনা নেতা এবং মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী আদিত্য ঠাকরে রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে তাঁর দিল্লির বাসভবনে দেখা করেন। তাঁদের সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কা চতুর্বেদী ও সঞ্জয় সিংও। দিল্লির মুখ্যমন্ত্রী আদিত্য ঠাকরের সঙ্গে দেখা করার ছবি টুইটারে শেয়ার করেছেন। তিনি ক্যাপশনে লিখেছেন, আজ আদিত্য ঠাকরের সাথে তাঁর বাসভবনে দেশের রাজনীতি নিয়ে আলোচনা করেছেন।

Related Articles

Back to top button
error: