নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, নয়াদিল্লি: ছাত্র সংগঠন স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া তথা এসআইও’র সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হলেন মহম্মদ সালমান। ২৯ ও ৩০ নভেম্বর অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়ারায় দুদিন ধরে চলা দেশের বিভিন্ন রাজ্যের পরামর্শ পরিষদের সদস্যদের ভোটের দ্বারা ২০২১-২২ সালের কার্যকালের জন্য
সভাপতি নির্বাচিত হন তিনি। মহম্মদ সালমান মহারাষ্ট্রের বাসিন্দা। এতদিন এসআইও’র সর্বভারতীয় সভাপতি ছিলেন লাবিদ শাফী। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে তার জায়গায় স্থলাভিষিক্ত হলেন মহম্মদ সালমান।
উল্লেখ্য, ছাত্র সংগঠন এসআইও’র গঠনতন্ত্র অনুযায়ী জেলা ও লোকাল স্তরে প্রতিবছরই নির্বাচন প্রক্রিয়া আয়োজিত হলেও প্রতি দুবছর অন্তর কেন্দ্র ও রাজ্য স্তরে নেতা নির্বাচন হয়ে থাকে। কেন্দ্রীয় সভাপতি ও পরামর্শ পরিষদ গঠনের জন্য প্রথমে দেশের বিভিন্ন রাজ্যে সংগঠনের সদস্য অনুপাতে রাজ্য পরামর্শ পরিষদ গঠিত হয়। সেই পরামর্শ পরিষদের সদস্যরা জাতীয় স্তরে একত্রিত হয়ে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে সর্বভারতীয় সভাপতি নির্বাচন করেন।