HighlightNewsরাজ্য

দুর্নীতির বিরুদ্ধে ‘পাহারায় পাবলিক’ নামে বিশেষ কর্মসূচির ঘোষণা মহম্মদ সেলিমের

টিডিএন বাংলা ডেস্ক : বর্তমানে শাসকদল তৃণমূল কংগ্রেসের শাসনামলে পশ্চিমবঙ্গের মাটিতে প্রতিনিয়ত তোলাবাজি, কাটমানি, দুর্নীতি, গুম-হত্যা, অরাজকতা প্রভৃতি ক্রমশ‍্য বৃদ্ধি পাচ্ছে এই অভিযোগ তুলে এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য ‘পাহারায় পাবলিক’ নামে এক বিশেষ কর্মসূচির ঘোষণা করলেন সিপিএমের রাজ‍্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করে এই কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানান।

ওই ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘রাজ্যজুড়ে তৃণমূলী নৈরাজ্যের অবসান ঘটাতে প্রতিটি এলাকায় ভলান্টিয়াররা এগিয়ে আসুন। পশ্চিমবঙ্গের বুকে দ্বিতীয় রামপুরহাট হওয়ার আগে, আপনার অঞ্চলে ভাদু শেখের মতো আঙুল ফুলে কলাগাছ হওয়া তৃণমূল নেতাদের চিহ্নিত করতে এই ফর্মটি ফিলাপ করে জমা দিন। আপনার নাম ও অন্যান্য যাবতীয় তথ্য সম্পূর্ণভাবে গোপন ও সুরক্ষিত থাকবে। রাজ্যজুড়ে তৃণমূলের নেতাদের তোলাবাজি, বেলাগাম দুর্নীতি রুখে দিতে, বে-আইনি অস্ত্র কারবারে লাগাম টানতে সাহায্য করুন CPI(M) কে। ফর্ম ফিলাপ করে আপনার অভিযোগ নথিভুক্ত করুন। ছবি বা ভিডিও Email Id -তে Mail করতে পারেন।’

উল্লেখ্য যে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজ্যজুড়ে ধর্মঘট করে ছিল বামেরা। অন্যদিকে, এবার রাজ‍্য সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে আবার আনিস হত‍্যা কান্ড থেকে রামপুরহাট গণ হত্যাকাণ্ডে পথে নেমেছে বামেরা। তারা রাজ্য সরকারের বিভিন্ন কর্মকাণ্ড ও নীতিমালার কঠোর সমালোচনাও করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পরপর কয়েকটি নির্বাচনে রাজ‍্য সিপিএমের পরাজয়ের পর তারা আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন।

Related Articles

Back to top button
error: