দেশ

বিজেপিতে যোগ দিতে টাকা অফার করা হয়! বিস্ফোরক দাবির পরই ডিগবাজি বিধায়কের

টিডিএন বাংলা ডেস্ক : ২০১৯-এ ‘হাত’ ছেড়ে পদ্মবনে যোগ দেন দিয়েছিলেন কর্নাটকের শ্রীমন্ত পাতিল। আর এই যোগ দেওয়ার জন্য বিজেপি তাঁকে টাকা দিয়েছিল। বিস্ফোরক এমনই দাবি কর্নাটকের বিজেপি বিধায়ক পাতিলের।

তিনি ঠিক কী বলেছিলেন? বিজেপিতে যোগ দেওয়ার জন্য তাঁকে টাকা অফার করা হয়েছিল। কিন্তু তিনি এক পয়সাও নেননি। এমনিই বিজেপিতে যোগ দিয়েছিলেন। তাঁর এই বক্তব্য পালটে গেল কিছুক্ষণের মধ্যেই। আগের বক্তব্য শুধরে জানালেন, তাঁর কথার ভুল ব্যাখ্যা হয়েছে, বিজেপি অর্থের লোভ দেখায়নি।
তাঁর এই মন্তব্যে বোমা ফাটে কর্নাটকের রাজনৈতিক মহলে। সেই বিস্ফোরণ ধামাচাপা দিতে দ্রুত বক্তব্য পাল্টালেন পাটিল। ডিগবাজি খেয়ে তিনি বলেন, ‘ওরা আমায় টাকা অফার করে নি। ভুল শব্দ ব্যবহার হয়েছে। আমি মতাদর্শের কারণে স্বেচ্ছায় বিজেপিতে এসেছিলাম।’

বিজেপিকে সমালোচনা করার সুযোগ হাতছাড়া করেনি কংগ্রেসও। কর্নাটকের কংগ্রেস নেতা ডিকে শিবাকুমার পাটিলের বক্তব্যের পর তদন্তের দাবি করেছেন।

Related Articles

Back to top button
error: