HighlightNewsদেশরাজ্য

কেন্দ্রের নতুন হজ কমিটিতে অধিকাংশই বিজেপি সদস্য, রয়েছেন মুর্শিদাবাদের মাহফুজা খাতুন

টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্রের নতুন হজ কমিটিতে এবার অধিকাংশ সদস্যই বিজেপির। বেশ কয়েক বছর পর এই কমিটির ঘোষণা করেছে কেন্দ্র। চেয়ারম্যান হয়েছেন একসময়ের সিপিএম সাংসদ ও বর্তমানে কেরলের বিজেপি নেতা আবদুল্লা কুট্টি। কমিটিতে স্থান পেয়েছেন দুই মহিলা সদস্য। মুর্শিদাবাদের মাহফুজা খাতুন এবং তামিলনাড়ুর বিজেপি নেত্রী মুন্নাওরি বেগম। মাহফুজা খাতুনকে কেন্দ্রের নতুন হজ কমিটির ভাইস চেয়ারপার্সন করা হয়েছে বলে জানা গিয়েছে।

এর আগেও পশ্চিমবঙ্গ হজ কমিটির চেয়ারম্যান রাজ্যসভার সাংসদ মহম্মদ নাদিমুল হক কেন্দ্রের হজ কমিটিতে পূর্বাঞ্চলের নির্বাচিত প্রতিনিধি ছিলেন। তবে এবার কেন্দ্রীয় হজ কমিটির মনোনীত সদস্য হিসেবে স্থান পেলেন মাফুজা খাতুন।

মাফুজা খাতুন জানিয়েছেন, এবছর দেশের দশটি বিমানবন্দর থেকে প্রায় ৮০ হাজার ভারতীয় ৩১মে সৌদির উদ্দেশ্যে রওনা দেবেন। তিনি আরো জানিয়েছেন,”সমস্ত প্রস্তুতি প্রায় চূড়ান্ত। আগামী দিনে হজযাত্রীরা যাতে আরো সহজ প্রক্রিয়ার মাধ্যমে হজে যেতে পারেন সেই দিকগুলি খতিয়ে দেখা হবে। অন্যদিকে রাজ্যের সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত জেলাগুলিতে হজ সংক্রান্ত কেন্দ্র খোলার ব্যাপারেও তৎপরতা শুরু করা হবে।”

Related Articles

Back to top button
error: