টিডিএন বাংলা ডেস্ক: ভারত-ইংল্যান্ড দিন রাতের টেস্ট শুরু হওয়ার আগেই বিশ্বের সর্ব বৃহৎ মোতেরা স্টেডিয়ামের নাম বদলে হল নরেন্দ্র মোদী স্টেডিয়াম। এদিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ভূমিপুজো করে উদ্বোধন করেন স্টেডিয়ামের। এর আগে এই মোতেরা স্টেডিয়ামের নাম ছিল সর্দার প্যাটেল স্টেডিয়াম। দীর্ঘ পাঁচ বছরে প্রায় ৮০০ কোটি টাকা খরচ করে গড়ে তোলা হয়েছে স্টেডিয়ামটি। মোট ১ লক্ষ ১০ হাজার দর্শকাসন রয়েছে এই স্টেডিয়ামে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু।