দিল্লিতে সিনিয়র সিটিজেনদের জন্য চমক মাফলার ম্যানের

প্রতীকী ছবি

টিডিএন বাংলা ডেস্ক :রাজধানীতে বড় চমক সিনিয়র সিটিজেনদের! প্রবীন নাগরিকরা বাসে উঠলেই এবার থেকে ফ্রিতে যাতায়াত করতে পারবেন। প্রস্তাব কেজরিওয়াল সরকারের।

বাসে উঠলে মূলত চোখে পড়ে ২টি শব্দ। বিশেষ সিটের জন্য লেখা ২টি শব্দ সিনিয়র সিটিজেন। ব্যস, ওইটুকুই। কিন্তু এবার দিল্লিতে তা আর হবে না। সব প্রবীন নাগরিকদের জন্য বিনামূল্যে পরিষেবা দেওয়ার প্রস্তাব দিল দিল্লি সরকার। এর পাশাপাশি প্রবীন নাগরিকরা আড়াই হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পান। সোশ্যাল ওয়েল ফেয়ার ডিপার্টমেন্টের তরফে জানানো হল, ৪ লাখ ৩২ হাজার ৯৬১ জন প্রবীন নাগরিক ওই সুবিধা পাবেন। উল্লেখ্য আগের বছর মহিলাদের বিনামূল্যে বাসে যাতায়াত করার সুবিধা দিয়েছিলেন কেজরিওয়াল সরকার। এবার সেই তালিকায় নয়া সংযোজন সিনিয়র সিটিজেনরাও।