জিওর ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিলেন মুকেশ আম্বানি, নতুন চেয়ারম্যান নিযুক্ত হলেন আকাশ আম্বানি

টিডিএন বাংলা ডেস্ক: জিও টেলিকমের ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিলেন রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি। তাঁর ছেলে আকাশ আম্বানিকে জিওর নতুন চেয়ারম্যান করা হয়েছে। আকাশের নিয়োগের অনুমোদন দিয়েছে কোম্পানিটির পর্ষদ।

গত বছরের ডিসেম্বরে মুকেশ আম্বানি কোম্পানির নেতৃত্বে পরিবর্তনের কথা জানিয়েছিলেন। মুকেশ আম্বানি জানান, বড় লক্ষ্য অর্জনে নতুন নেতৃত্বকে এগিয়ে আনতে হবে। মুকেশ আম্বানির ওই বক্তব্যের পর জিওর কমান্ড কার হতে তুলে দেওয়া হবে তা নিয়ে জল্পনা সৃষ্টি হয়। তবে কবে এই পরিবর্তন হবে সেবিষয়ে সেসময় কিছু জানানো হয়নি।