টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভি কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। আজ মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি পদত্যাগ করেন। নকভির পাশাপাশি কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী আরসিপি সিংও মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। উভয়েরই রাজ্যসভার মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার।
প্রসঙ্গত, রাজ্যসভা নির্বাচনে নকভিকে বিজেপি মনোনীত না করার পর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়, যে দল তাঁকে বড় ভূমিকায় আনতে চায়। সূত্রের খবর, এনডিএর তরফ থেকে তাঁকে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করা হতে পারে। নকভি এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ছিলেন। পাশাপাশি তিনি রাজ্যসভায় বিজেপি সংসদীয় দলের উপনেতাও ছিলেন।
এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করেন মুখতার আব্বাস। তবে দুই নেতার মধ্যে কী কথা হয়েছে সে বিষয়ে কোনো কিছু জানানো হয়নি।
অন্যদিকে, মুখতার আব্বাস নকভির সাথেই কেন্দ্রীয় মন্ত্রী আরসিপি সিংও জনতা দল ইউনাইটেডের কোটা থেকে পদত্যাগ করেছেন। জেডিইউ তাঁকে রাজ্যসভার পরবর্তী মেয়াদ দেয়নি। বৃহস্পতিবার রাজ্যসভার সাংসদ হিসেবে আরসিপি সিংয়ের শেষ দিন।