Newsদেশ

জম্মু ও কাশ্মীরে রাহুলের নিরাপত্তা বেষ্টনীতে একাধিক লোকের প্রবেশ, কাজিগুন্ডে থামল ভারত জোড়ো যাত্রা থামল, পুলিশ গাড়িতে নিয়ে গেল অনন্তনাগ

টিডিএন বাংলা ডেস্ক: ফের প্রশ্নের মুখে রাহুল গান্ধীর নিরাপত্তা ব্যবস্থা। এদিন ‘ভারত জোড়ো যাত্রা’ জম্মু ও কাশ্মীরের কাজীগুন্ডে প্রবেশের মাত্র ১ কিলোমিটার পরে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা বন্ধ করে দেওয়া হয়। পুলিশ রাহুল গান্ধী ও ওমর আবদুল্লাহকে গাড়িতে করে অনন্তনাগে নিয়ে যায়। যাত্রার সঙ্গে জড়িত অন্যরা এখনো পায়ে হেঁটে যাচ্ছেন।
জানা গিয়েছে, এদিন রাহুলের নিরাপত্তা কর্ডনে ঢুকে পড়েন একাধিক মানুষ। এরপর যাত্রা বন্ধ করে দেওয়া হয়। প্রসঙ্গত, শুক্রবার সকাল ৯টায় বানিহাল থেকে কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’ শুরু হয়। এই যাত্রা রামবন থেকে অনন্তনাগ যাওয়ার কথা থাকলেও, কাজীগুন্ডে প্রবেশের মাত্র ১ কিলোমিটার পরেই যাত্রা বন্ধ করে দেওয়া হয়। শুক্রবার এই সফরে অংশগ্রহণ করেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ।এই ঘটনার পর কংগ্রেস নেতা কেসি ভেনুগোপাল রাহুল গান্ধীর নিরাপত্তায় ত্রুটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহাকে নিশানা করেন তিনি। ভেনুগোপাল নিরাপত্তা লঙ্ঘনের জন্য পুলিশ কর্মকর্তা এবং সিআরপিএফ কর্মীদেরও দায়ী করেছেন। তিনি বলেন, ১৫ মিনিট ধরে যাত্রার সাথে কোনও নিরাপত্তা আধিকারিক ছিল না, যা একটি গুরুতর ত্রুটি। রাহুল এবং অন্যান্য কর্মীরা নিরাপত্তা ছাড়া যাত্রায় এগোতে পারবেন না।
রাহুলের নিরাপত্তায় ব্যর্থতার পর কেসি ভেনুগোপাল পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে প্রশ্ন তোলেন।
রাহুলের নিরাপত্তায় ব্যর্থতার পর কেসি ভেনুগোপাল পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে নিয়ে প্রশ্ন তোলেন। বেণুগোপাল বলেন, ‘গতকাল পর্যন্ত জম্মুতে সব কিছু ঠিক ছিল, কিন্তু এখন যা হয়েছে। কোথায় ছিল সেই সব পুলিশ অফিসার, ঘটনাস্থলে কেউ ছিল না, এটা বড় ব্যাপার। আমাদের দলের নেতারা এক মাস আগে রাজ্যপাল ও পুলিশ অফিসারদের সঙ্গে বৈঠক করেন। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত আমরা এই বিষয়ে কোনো অভিযোগ করিনি। এখন আমরা এভাবে এগোতে পারি না কারণ এই এলাকায় যে কেউ আসে-যায়।’

তিনি আরো বলেন, ‘নিরাপত্তা বাহিনীও এই এলাকা সম্পর্কে সচেতন। ট্রিপ মাত্র ২-৩ দিনের। নিরাপত্তায় এই ত্রুটির জবাব দিতে হবে নিরাপত্তা বাহিনীকে। গতকাল তারা এ রুটের বিষয়ে বলেন, আমরা সমন্বয় করে সবকিছু করছি। আমাদের দল বাজারের মধ্য দিয়ে যেতে চেয়েছিল, কিন্তু নিরাপত্তা বাহিনী আমাদের ওই দিক থেকে যেতে নিষেধ করে, তাই আমরা যাইনি’।

Related Articles

Back to top button
error: