টিডিএন বাংলা ডেস্ক: হরিয়ানার রাখিগড়ী গ্রামে একটি স্থানে খননের সময় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া খুঁজে পেয়েছে হরপ্পা সভ্যতার একাধিক নিদর্শন। এক সর্বভারতীয় সংবাদ সংস্থার প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। ওই সংস্থার পক্ষ থেকে এসম্পর্কে করা একটি ট্যুইটে তুলে ধরা হয়েছে আর্কিওলোজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল সঞ্জয় কে মঞ্জুলের মন্তব্য। ওই সংবাদসংস্থাকে সঞ্জয় কে মঞ্জুল জানিয়েছেন, “রাখিগড়ীর প্রত্নতাত্বিক স্থানটিতে মোট সাতটি ঢিবি রয়েছে। খনন করার সময় এএসআই সাতটিতেই হরপ্পা সভ্যতার প্রমাণের অংশবিশেষ পেয়েছে।” তিনি আরো বলেন, “এর আগেও এধরণের খনন কাজ হয়েছে এবং এটি তৃতীয় পর্যায়ের।”
প্রসঙ্গত, হরিয়ানার হিসার জেলার গ্রামটি সিন্দু সভ্যতার প্রাচীনতম প্রত্নতাত্বিক স্থানগুলির মধ্যে একটি। জানা গিয়েছে, রাখিগড়ী থেকে খনন কাজের সময় উদ্ধার হয়েছে একটি বহুতল বাড়ির কাঠামো, রাস্তা এবং একটি জল নিকাশি ব্যবস্থা। ঐতিহাসিকদের মতে এই নিদর্শনগুলো হরপ্পা সভ্যতার সুপরিকল্পিত নগর সভ্যতাকেই দর্শায়। সাতটি ঢিবির মধ্যে তিনটি ঢিবিতে পাওয়া গিয়েছে তামা ও শোনার অলঙ্কার, টেরাকোটার পুতুল এবং হাজার হাজার মাটির পাত্র ও সিলমোহর। শুধু তাই নয়, সূত্রের খবর, একটি কবরস্থানও খুঁজে পাওয়া গিয়েছে খনন কাজের সময়।