HighlightNewsরাজ্যশিক্ষা ও স্বাস্থ্য

রাজ্যে উপাচার্যহীন একাধিক বিশ্ববিদ্যালয়, প্রশ্নের মুখে উচ্চ শিক্ষা ব্যবস্থা

টিডিএন বাংলা ডেস্ক: এই রাজ্যে উপাচার্যহীন অবস্থায় চলছে একাধিক বিশ্ববিদ্যালয়। উপাচার্য ছাড়া যে একটি বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠনের বেহাল অবস্থা হবে তা আর বলার অপেক্ষা রাখে না। ফলে প্রশ্নের মুখে পড়ছে পশ্চিমবঙ্গের উচ্চ শিক্ষা ব্যবস্থা। যা নিয়ে বার বার সরব হয়েছেন এই রাজ্যের শিক্ষানুরাগী থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলের নেতারা।

জানা গিয়েছে, এখনও পর্যন্ত এ রাজ্যের চারটি বিশ্ববিদ্যালয়ে কোনও অস্থায়ী উপাচার্য নেই। যার মধ্যে অন্যতম হল দূরশিক্ষার মাধ্যম হিসাবে বিখ্যাত নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, বর্তমানে তাদের পড়ুয়ার সংখ্যা প্রায় পাঁচ লক্ষ। এত বিশাল সংখ্যক শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য না থাকলে তাদের পঠনপাঠনের যে সমস্যা হবে সেটা খুবই স্বাভাবিক। তাছাড়া, ইউজিসি-র নিয়ম অনুযায়ী প্রতি পাঁচ বছর অন্তর মুক্ত বিদ্যালয়গুলিকে কোর্স চালানোর জন্য অনুমোদন নিতে হয়। যেখানে উপাচার্য থাকা বাধ্যতামূলক। অন্যথায় অনুমোদন বাতিল হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।

Related Articles

Back to top button
error: