HighlightNewsরাজ্য

খুনের বিজ্ঞাপন তাও আবার কার্ড ছাপিয়ে! বন্দুক ও দু রাউন্ড গুলি সহ গ্রেপ্তার যুবক

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: খুনের বিজ্ঞাপন তাও আবার কার্ড ছাপিয়ে! বিশ্বাস হচ্ছে না? শুনতে অবাক লাগলেও এটাই সত্য। এমনই ঘটনা প্রকাশ্যে এসেছে দক্ষিণ ২৪ পরগণা জেলার ক্যানিংয়ে। রীতি মত ভিজিটিং কার্ড ছাপিয়ে ও পোস্টার লাগিয়ে খুনের বিজ্ঞাপন দেওয়ার অভিযোগ উঠেছে মোরসেলিম মোল্লা ওরফে বুলেট নামের এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ পেতেই দ্রুত তল্লাশি অভিযান চালিয়ে একটি দেশি বন্দুক ও দু রাউন্ড গুলি সহ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে স্থানীয় ক্যানিং থানার পুলিশ।

জানা গিয়েছে, ধৃত ওই যুবকের বাড়ি দক্ষিণ ২৪ পরগণা জেলার ক্যানিংয়ের ধর্মতলায়। ছবি সহ ছাপানো ভিজিটিং কার্ডে দেখা যাচ্ছে লেখা আছে ‘মানুষ হাফ ও ফুল মার্ডার করা হয়’। দেওয়া হয়েছে মোবাইল নম্বরও। খুন করার এই প্রচারে অবাক স্থানীয় বাসিন্দারাও। বুলেটকে আপাতত সাত দিনের পুলিশি হেফাজতে রাখা হয়েছে। যদিও মোরসেলিম মোল্লার মায়ের অভিযোগ অন্য কেউ এই কান্ড ঘটিয়েছে। তার ছেলে কখনও এই ধরনের কাজ করতে পারে না।

অভিযুক্ত মোরসেলিমের মায়ের কথায়, “ও মদ খেয়ে পাগলামি করেছে। এটা অন্য কেউ ছাপিয়েছে।” অন্যদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পেয়েই ওই অভিযুক্ত মোরসেলিম মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে তাহলেই আরও বিস্তারিত জানা যাবে। ও সত্যি সত্যি এই ধরনের কোনো কিছু করেছে কিনা এবং ওর কাছে আর কোনো অস্ত্র আছে কিনা তা জানার চেষ্টা করা হবে। পাশাপাশি এই ভিজিটিং কার্ড ও পোস্টার কোন প্রেস থেকে ছাপানো হয়েছে তাও জানার চেষ্টা করছে পুলিশ।

Related Articles

Back to top button
error: