টিডিএন বাংলা ডেস্ক : ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে হত্যার চেষ্টার অভিযোগে শনিবার তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার শ্যামলাপ্রসাদ মুখার্জি লেনে তাঁর সরকারি বাসভবনের কাছে সন্ধ্যায় হাঁটতে বের হওয়ার সময় ওই তিন ব্যক্তি মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনী দিয়ে একটি গাড়ি চালিয়ে ছিলেন।
গাড়িটি তার পাশ দিয়ে চলে যাওয়ার সাথে সাথে বিপ্লব দেব একপাশে লাফ দিতে সক্ষম হন, তবে তার একজন নিরাপত্তা কর্মী সামান্য আহত হন। পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী, পুলিশ জানিয়েছে, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা গাড়িটিকে আটকানোর চেষ্টা করেছিল কিন্তু তা করতে পারেনি।
পুলিশ কের চৌমুহানি এলাকা থেকে প্রায় এক কিলোমিটার দূরে রেজিস্ট্রেশন নম্বর টিআর০১-০৩৫৬ সহ বেপরোয়াভাবে চালিত গাড়িটিকে ধাওয়া করে থামাতে সক্ষম হয় এবং আটক করা হয় গাড়ি থেকে তিনজন যুবককে গ্রেপ্তার করে। পুলিশ এএনআইকে জানিয়েছে, অভিযুক্তের নাম সুবাম সাহা, (২৭) কাশারি প্যাটির বাসিন্দা, রামঠাকুর সংঘের বাসিন্দা আমান সাহা (২৫) এবং রবীন্দ্রপল্লি অ্যাপার্টমেন্টের বাসিন্দা গাইরিক ঘোষ (২৪)।
সহকারী পাবলিক প্রসিকিউটর বিদ্যুত সূত্রধর বলেছেন, উদ্দেশ্য টি এখনও জানা যায়নি।
”আমরা জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের পুলিশ রিমান্ড দাবি করেছি, কিন্তু আদালত তাদের ১৯ আগস্ট পর্যন্ত বিচারিক হেফাজতে পাঠিয়েছে। এখন, পুলিশ তাদের কারাগারে জিজ্ঞাসাবাদ করবে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনী দিয়ে গাড়ি চালানোর পিছনে তাদের উদ্দেশ্য জানতে,” সূত্রধর সংবাদ সংস্থা পিটিআইকে বলেন।
তিন অভিযুক্তকে শুক্রবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পিপি পলের আদালতে হাজির করা হয় এবং আলাদত ১৪ দিনের কারাদণ্ড দেয়।